খাগড়াগড় মডিউল যে কত ভয়ঙ্কর ছিল, ২০১৪-এর অক্টোবর মাসে হওয়া বিস্ফোরণের পর থেকেই ধীরে ধীরে তা সামনে এসেছে। কিন্তু এবার সামনে এল আরও বিস্ফোরক তথ্য। সোমবার নগর দায়রা আদালতে দ্বিতীয় সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করে এনআইএ । যে কায়দায় হামলা চালায় তালিবান বা লস্কর- ই- তৈবার মতো জঙ্গি সংগঠন, সেভাবেই ফিদায়েঁ বা আত্মঘাতী হামলার প্রস্তুতি নিচ্ছিল জেএমবি। এমনটাই চার্জশিটে দাবি করেছে এনআইএ ৷ দুশো পাতার চার্জশিটে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আরও চাঞ্চল্যকর দাবি, ভারত-সহ সার্কের দেশগুলিতে হামলা চালাতে পারে জেএমবি। ফিদায়েঁ হামলার প্রশিক্ষণ দেওয়া হচ্ছিল অল্পবয়সীদের ৷ শারীরিক ও মানসিক প্রস্তুতির পাশাপাশি বোমা ও অন্যান্য বিস্ফোরক ব্যবহারের প্রশিক্ষণও দেওয়া হচ্ছিল ৷
advertisement
কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার চার্জশিটে উল্লেখ করা হয়েছে, সম্প্রতি বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গ হয়ে ভারতে ঢুকেছে বেশ কয়েকজন জেএমবি জঙ্গি। জেএমবি-কে অন্য কয়েকটি জঙ্গি সংগঠন সাহায্য করছে বলেও দাবি করেছে এনআইএ । ২০০৫-এ বাংলাদেশের তিনশোটি জায়গায় পাঁচশো চকোলেট বোমার মতো ছোট বোমা ফাটিয়ে শিরোনামে আসে জেএমবি ও তার শীর্ষ নেতা বাংলা ভাই। সেই জেএমবি-ই যে ফিদায়েঁ হামলার প্রস্তুতি নিচ্ছিল, খাগড়াগড়ে বিস্ফোরণ না হলে হয়তো সেটা আঁচই করা যেত না।