TRENDING:

এরাজ্যে আত্মঘাতী হামলার ছক কষেছিল জামাত !

Last Updated:

তালিবান, লস্কর-ই-তৈবার মতো আত্মঘাতী হামলার ছক কষেছিল জামাত উল-মুজাহিদিন-বাংলাদেশ। সেই ফিদায়েঁ হামলারই প্রশিক্ষণ চলছিল এরাজ্যের খাগড়াগড়, শিমুলিয়া ও মুকিমনগর-সহ কয়েকটি জঙ্গি ডেরায়। খাগড়াগড়কাণ্ডে এনআইএ-র দ্বিতীয় সাপ্লিমেন্টারি চার্জশিটে উঠে এল এমনই কিছু বিস্ফোরক তথ্য। সেইসঙ্গে হদিশ মিলল রাজ্যে আত্মঘাতী হামলার প্রশিক্ষণ শিবিরের ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#বর্ধমান: তালিবান, লস্কর-ই-তৈবার মতো আত্মঘাতী হামলার ছক কষেছিল জামাত উল-মুজাহিদিন-বাংলাদেশ। সেই ফিদায়েঁ হামলারই প্রশিক্ষণ চলছিল এরাজ্যের খাগড়াগড়, শিমুলিয়া ও মুকিমনগর-সহ কয়েকটি জঙ্গি ডেরায়। খাগড়াগড়কাণ্ডে এনআইএ-র দ্বিতীয় সাপ্লিমেন্টারি চার্জশিটে উঠে এল এমনই কিছু বিস্ফোরক তথ্য। সেইসঙ্গে হদিশ মিলল রাজ্যে আত্মঘাতী হামলার প্রশিক্ষণ শিবিরের ।
advertisement

খাগড়াগড় মডিউল যে কত ভয়ঙ্কর ছিল, ২০১৪-এর অক্টোবর মাসে হওয়া বিস্ফোরণের পর থেকেই ধীরে ধীরে তা সামনে এসেছে। কিন্তু এবার সামনে এল আরও বিস্ফোরক তথ্য। সোমবার নগর দায়রা আদালতে দ্বিতীয় সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করে এনআইএ । যে কায়দায় হামলা চালায় তালিবান বা লস্কর- ই- তৈবার মতো জঙ্গি সংগঠন, সেভাবেই ফিদায়েঁ বা আত্মঘাতী হামলার প্রস্তুতি নিচ্ছিল জেএমবি। এমনটাই চার্জশিটে দাবি করেছে এনআইএ ৷ দুশো পাতার চার্জশিটে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আরও চাঞ্চল্যকর দাবি, ভারত-সহ সার্কের দেশগুলিতে হামলা চালাতে পারে জেএমবি। ফিদায়েঁ হামলার প্রশিক্ষণ দেওয়া হচ্ছিল অল্পবয়সীদের ৷ শারীরিক ও মানসিক প্রস্তুতির পাশাপাশি বোমা ও অন্যান্য বিস্ফোরক ব্যবহারের প্রশিক্ষণও দেওয়া হচ্ছিল ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার চার্জশিটে উল্লেখ করা হয়েছে, সম্প্রতি বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গ হয়ে ভারতে ঢুকেছে বেশ কয়েকজন জেএমবি জঙ্গি। জেএমবি-কে অন্য কয়েকটি জঙ্গি সংগঠন সাহায্য করছে বলেও দাবি করেছে এনআইএ । ২০০৫-এ বাংলাদেশের তিনশোটি জায়গায় পাঁচশো চকোলেট বোমার মতো ছোট বোমা ফাটিয়ে শিরোনামে আসে জেএমবি ও তার শীর্ষ নেতা বাংলা ভাই। সেই জেএমবি-ই যে ফিদায়েঁ হামলার প্রস্তুতি নিচ্ছিল, খাগড়াগড়ে বিস্ফোরণ না হলে হয়তো সেটা আঁচই করা যেত না।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
এরাজ্যে আত্মঘাতী হামলার ছক কষেছিল জামাত !