পুলিশ সূত্রে খবর, চার ধৃত ডাকাতির উদ্দেশে টংতলার ওই পরিত্যক্ত বাড়িতে জড়ো হয়েছিলেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। গতকাল রাতে গোপন সূত্রে বারুইপুর থানায় খবর আসে, থানার অন্তর্গত টংতলার একটি পরিত্যক্ত বাড়িতে কয়েকজন দাগি দুষ্কৃতী সন্দেহজনকভাবে জড়ো হয়েছেন।
আরও পড়ুনঃ জাতীয় মহিলা কমিশনের কোপে রাজ্যের ৩ চা বাগান! নেওয়া হচ্ছে বড় পদক্ষেপ, হঠাৎ কী হল?
advertisement
সেকথা জানামাত্রই এস আই তুহিন মন্ডলের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল পরিত্যক্ত বাড়িটি ঘিরে ফেলে ও চারজনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে। কথাবার্তায় অসঙ্গতি দেখে তল্লাশি চালাতেই বেরিয়ে আসে আগ্নেয়াস্ত্র সহ একাধিক সরঞ্জাম।
পুলিশ সূত্রে খবর, জলম লস্কর, জুলফিকার মন্ডল, সনত বৈরাগী ও সুলতান চৌধুরী ডাকাতির উদ্দেশে টংতলার ওই পরিত্যক্ত বাড়িতে জড়ো হয়েছিলেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্র ও যন্ত্রপাতিগুলি ডাকাতির কাজেই ব্যবহার করা হত বলে অনুমান। তাঁদের বিরুদ্ধে অস্ত্র মামলা সহ একাধিক ধারায় মামলা দায়ের করেছে পুলিশ।