হঠাৎ বাঘের আতঙ্কে ৫৫ বছর বয়সী এক ব্যক্তি সজনে গাছের মগডালে ওঠে পড়ে। আর সেখানেই যে বাঘ ঘাপটি মিলে রয়েছে বুঝতে না পেরে গণেশ ওই বৃদ্ধ কে গাছ থেকে নামাবার চেষ্টা চালাতে থাকেন। নামাতে গিয়ে বাঘের আক্রমণে গুরুতর জখম হন গণেশ শ্যামল। এতে তার একটি চোখ অন্ধ আর অন্য চোখের প্রায় ৯০ শতাংশ দৃষ্টি হারান তিনি। দুঃস্থ দরিদ্র অসহায় অন্ধত্বের জীবনে কেউ আর তার পাশে নেই।
advertisement
লোকের বাড়িতে কাজ করে, নদীতে মাছ ধরে সংসার চালানোর ভার গিয়ে পড়ে একমাত্র রোজগেরে স্ত্রীর উপর। স্ত্রীর হাত ধরে বেঁচে থাকার লড়াই গণেশের। কী করবে! কোথায় যাবে! কী বা খাবে! স্ত্রীর উপার্জনে চলে তার সংসার। তবে ইতিমধ্যে একটি স্বেচ্ছাসেবী সংগঠন গণেশের পাশে দাঁড়িয়েছে, তার সংসার চালানোর জন্য যতদিন বাঁচবে ততদিন তাকে এক হাজার টাকা দেওয়া হবে, কিন্তু প্রশ্ন হাজার টাকায় কি ভাবে চলবে সংসার। কিন্তু তার উত্তর পাওয়া যায়নি।