আমরা সাধারণত বিভিন্ন নামিদামি কোম্পানির কেক আমরা খেয়ে থাকি। এ বার জয়নগরে এলেই অন্য স্বাদের মোয়া দিয়ে বানানো কেক। পুরনো বছরকে বিদায় দিয়ে নতুন বছরে আগমনে এলাকার বিভিন্ন দোকানে ঘুরতে দেখলে দেখা যাবে শুধু বিভিন্ন দোকানে কেকের সম্ভার। বিভিন্ন দোকানে বিভিন্ন রকম ভাবে সাজানো হয়েছে নতুন বছরকে স্বাগত জানাতে।
আরও পড়ুন: গোটা পাড়া খাবে ইচ্ছামতো! ইয়া বড় বড় কেক মিলছে মালদায়, কিন্তু কিনতে গেলে পকেট হালকা হবে
advertisement
সেই সঙ্গে পিছিয়ে নেই জয়নগরের বাঙালির মিষ্টি এবং শীতের প্রধান খাবার জয়নগরের মোয়া। এই জয়নগরের মোয়া দিয়ে এখন তৈরি হচ্ছে নতুন বছরের স্পেশ্যাল খাবার কেক। এ বিষয়ে এক বিক্রেতা জানিয়েছেন, শীত পড়তে রাজ্য ও রাজ্যের বাইরে বিভিন্ন মানুষরা ছুটে আসেন জয়নগরের মোয়া খেতে। আর তাই সকলের কথা মাথায় রেখে এবার মোয়া দিয়ে বানানো কেক পাওয়া যাচ্ছে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এই মোয়া দিয়ে বানানো কেকের স্বাদ নিতে প্রচুর সাড়া পড়েছে জয়নগর এলাকায়। তবে এ বিষয়ে এক ক্রেতা জানিয়েছেন, আমরা সাধারণত এক রকমের কেক খেয়ে আসছি। তবে মোয়া দিয়ে বানানো কেক এটা পুরোটাই নতুনত্ব। এর আগে কোনওদিন দেখিনি। খুব ভাল লাগছে এই মোয়া দিয়ে বানানো কেক খেতে।





