এখানেই শেষ নয়, পুরনো দলের জন্য শুভেন্দুর গলায় প্রতি কথায় ফুটে ওঠে উষ্মা ৷ বলেন, ‘অমিত শাহ আমার বড় দাদা ৷ অমিতজির সঙ্গে আমার বহুদিনের সম্পর্ক ৷ কোভিডের সময় অমিত শাহ আমার খোঁজ নেন ৷ অথচ আমার ২১ বছরের পুরনো দল, যাঁদের জন্য এত করেছি, বিয়ে পর্যন্ত করিনি, তাঁরা আমার খোঁজ পর্যন্ত নেননি ৷’
advertisement
দলনেত্রীর সঙ্গে সঙ্গে তৃণমূল দলের উদ্দেশে প্রবল আক্রমণ শানান বিজেপি নেতা শুভেন্দু ৷ বলেন, ‘তৃণমূলে আত্মসম্মান নিয়ে কেউ থাকতে পারে না ৷ আমাকে বিশ্বাসঘাতক বলছে ৷ আমি সিঁড়ি দিয়ে উঠে এসেছি ৷ আমি যখন যেখানে থাকি নিষ্ঠার সঙ্গে থাকি ৷ তৃণমূল এবার দ্বিতীয় হবে, প্রথম হবে বিজেপি ৷’
এবার মুখোমুখি লড়াই। এবার লড়াই রাজনীতির মঞ্চে। শুভেন্দু অধিকারী নিজের বক্তব্যে যা বলেছিলেন তাই করে দেখালেন ৷শনিবার, মেদিনীপুরের সভা থেকে শুরু থেকেই তিনি আক্রমণাত্মক। দলছাড়ার পর থেকে আক্রমণাত্মক তৃণমূল ৷ বারবার বলেছে পদের লোভে দল ছেড়ে গিয়েছে ৷ এমনকী বিশ্বাসঘাতকও বলা হয়েছে শুভেন্দুকে ৷ জবাবে এদিন শুভেন্দু বলেন, ‘আমাকে বলছে মায়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা। আমার মা গায়ত্রী দেবী। আর কেউ মা নন। যদি মা বলতে হয়, তা হলে ভারতা মাতাকে বলব। আর কাউকে বলব না ৷’
শুভেন্দু অধিকারী কারও নাম করেননি। তবে পর্যবেক্ষকদের একাংশের মতে, শুভেন্দুর মন্তব্যে স্পষ্ট, তিনি নিশানা করেছেন তৃণমূলনেত্রীকে। বললেন মিনিট দশেক। তাতেই ঝাঁঝালো আক্রমণ।