TRENDING:

রঙিন আলোর ঝলকানি, রাজস্থানের শিশমহল এবার দুর্গাপুরে

Last Updated:

রাজস্থানের শিষমহলের আদলে তৈরি হয়েছে কালীপুজোর মণ্ডপ।  দীপাবলীর রঙিন আলোয় সেজে উঠেছে মণ্ডপ, ভিড় করছেন বহু মানুষ

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#দুর্গাপুর, পশ্চিম বর্ধমান: দুর্গাপুরে কালীপুজোর বিশেষ চমক। রাজস্থানের শিষমহলের আদলে তৈরি হয়েছে কালীপুজোর মণ্ডপ।  দীপাবলীর রঙিন আলোয় সেজে উঠেছে মণ্ডপ, ভিড় করছেন বহু মানুষ।  মণ্ডপের অন্দরসজ্জার জন্য ব্যবহার করা হয়েছে আট রকমের লাইট। মণ্ডপে রয়েছে থিমের প্রতিমা। যা মণ্ডপের সঙ্গে সামঞ্জস্য রেখে তৈরি করানো হয়েছে। রাজস্থানের শিষমহলের আদলে তৈরি হওয়া এই মণ্ডপ  চলতি বছরে দুর্গাপুরবাসীর কাছে বিশেষ আকর্ষণ। মণ্ডপের উদ্বোধন করেছেন দুর্গাপুর পৌরসভার পুরো প্রশাসক তথা শহরের প্রাক্তন মেয়র অনিন্দিতা মুখোপাধ্যায়। আলোর উৎসবে নানা রঙের আলোয় সেজে উঠেছে এই মণ্ডপ ও সংলগ্ন এলাকা।
advertisement

ক্লাব উদ্যোক্তারা জানিয়েছেন, চলতি বছরে রজত জয়ন্তী উপলক্ষে বিশেষ আকর্ষণ হিসেবে রাজস্থানের শিষমহলের আদলে মণ্ডপ তৈরি করানো হয়েছে। বিগত দু'বছর করোনা মহামারীর জন্য সেই ভাবে পুজোর আয়োজন করা যায়নি। নমো নমো করে সারতে হয়েছিল পুজো। সেজন্যই এ বছর ২৫ তম বর্ষে বিশেষ আয়োজন রাজস্থানের শিষমহল।নবদ্বীপের শিল্পী এই মণ্ডপ তৈরি করেছেন। পাশাপাশি আলোকসজ্জার জন্য বাইরে থেকে আনানো হয়েছিল শিল্পী। এই রঙিন মণ্ডপ সকল দর্শনার্থীদের মন জয় করে নিচ্ছে সহজেই। উদ্যোক্তারা জানিয়েছেন, দূর্গা পুজোর পর আলোর উৎসব দীপাবলিতে শহরবাসীর আনন্দ দ্বিগুণ করতে এই আয়োজন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ধন্বন্তরী দেবীর মন্দির মানেই ৪০০ বছরের ইতিহাস-মাহাত্ম্য!আলাদা জায়গা করে নিয়েছে ভক্তদের মনে
আরও দেখুন

Nayan Ghosh

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
রঙিন আলোর ঝলকানি, রাজস্থানের শিশমহল এবার দুর্গাপুরে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল