বাঁকুড়া শহরের কেন্দুয়াডিহি নিম্ন বুনিয়াদী বিদ্যালয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক চন্দন দত্তর উদ্যোগে স্কুলের ছাত্র-ছাত্রী এবং শিক্ষক শিক্ষিকারা মিলে বানিয়েছেন নারকেলের ছোবড়া দিয়ে তৈরি কয়েকটি পাখির বাসা। পাখির বাসাগুলি দেখতে খুব মিষ্টি। ঠিক যেমন বাবুই পাখির বাসা হয় তেমনটা। উল্টো কলসির মত দেখতে। বাসার মাঝখানের পেটটা মোটা, রয়েছে একটি বড় গর্ত। এই গর্ত দিয়েই যাতায়াত করতে পারবে পাখিরা।
advertisement
আরও পড়ুন: দুর্গাপুর ব্যারেজ দিয়ে যাতায়াত রেগুলার! জানেন আসল খবর, এবার যাতায়াতের সময় খেয়াল রাখতে এই ৬টি বিষয়
বাসাগুলি বানানোর পর বিদ্যালয়ের সামনের বটগাছে একের পর এক ঝুলিয়ে দিলেন অভিভাবকেরা। ভাবুন তো কি দারুণ উদ্যোগ? ছাত্র-ছাত্রীদের হাতে তৈরি বাসা পাখিদের জন্য ঝুলিয়ে দিলেন অভিভাবকেরা। আশা করা যাচ্ছে আর কয়েক দিনের মধ্যে বাসাগুলি দখল করতে পাখিদেরও দেখা মিলবে। মোট আটটি বাসা আপাতত ঝোলানো হয়েছে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
বাঁকুড়া শহরের এই নিম্ন বুনিয়াদি বিদ্যালয় এর আগে বহু উদ্ভাবনী চিন্তাভাবনা নিয়ে ছাত্রছাত্রীদের শিক্ষাক্ষেত্রে উন্নয়নের চেষ্টা করেছে। শিশু মনের বিকাশের জন্য আরও এক নতুন উদ্যোগ এই পাখির বাসাগুলি তৈরি করে গাছে ঝুলিয়ে দেওয়ার মাধ্যমে। প্রতিটি বিদ্যালয় যদি এমন উদ্যোগ করা যায় তাহলে হয়ত। আকাশের পাখিগুলিকে ইলেকট্রিক তারে কিংবা পোলে প্রাণ হারাতে হবে না।
নীলাঞ্জন ব্যানার্জী





