তবে এ দিন আচমকাই রেগে যান সায়নী ঘোষ। ইডি দফতরে গড় হাজিরার বিষয়ে সাংবাদিকররা প্রশ্ন করতেই মেজাজ হারিয়ে ফেলেন। সায়নী বলেন, “ইডি আপনাকে কিছু বলেছে! আমি ওনাদের সঙ্গে কথা বলব। আপনাকে কেন বলব? এটা ইডি আর আমার মধ্যের ব্যাপার, আপনাদের কেন বলব?” এরপর অবশ্য প্রসঙ্গ এড়িয়ে নির্বাচনের বিষয়ে ফিরে আসেন। বিরোধীদের প্রতি সুর চড়িয়ে বলেন, “বিরোধী বলে এখানে কিছু নেই।” এরপর সংবাদমাধ্যমকে ধন্যবাদ জানিয়ে প্রচার গাড়িতে উঠে পড়েন।
advertisement
আরও পড়ুনঃ SSKM-র উডবার্ন ব্লকে মুখ্যমন্ত্রী! আজই হতে পারে অস্ত্রোপচার
আজ কাটোয়া ২ নম্বর ব্লকের গাজিপুর গ্রাম পঞ্চায়েত এলাকার অগ্রদ্বীপের দশদুয়ারি বাঁধ থেকে দেয়াসিন গ্রাম পর্যন্ত গাড়িতে চেপে প্রার্থীর হয়ে প্রচার করেন সায়নী ঘোষ। বুধবার বর্ধমানের গলসি ব্লকের বিভিন্ন গ্রামের ভোট প্রচারে করেন সায়নী ঘোষ। গলসি চৌমাথা মোড় থেকে শুরু করে গলসি ব্লকের বিভিন্ন গ্রামে ঘুরে তৃণমূলের হয়ে ভোট প্রচার করেন রাজ্যের যুব তৃণমূলের সভানেত্রী।
এ দিকে, বুধবার ইডির সমন এড়িয়েছেন যুব তৃণমূল সভানেত্রী সায়নী ঘোষ। গত ৫ জুলাই তাঁকে ইডির দফতরে হাজিরা দিতে বলা হয়েছিল। কিন্তু হাজিরা না দিয়ে তিনি ইডি আধিকারিকদের কাছে ৫৩০ পাতার নথি পাঠান। সূত্রের খবর, সায়নী ঘোষের পাঠানো নথিতে সন্তুষ্ট নয় ইডি, সেই নথি নাকি অসম্পূর্ণ।
রণদেব মুখোপাধ্যায়