TRENDING:

Saayoni Ghosh: 'ইডি আর আমার মধ্যে...' আচমকা খড়্গহস্ত সায়নী, ভয়ঙ্কর রেগে যা বলে ফেললেন...! তোলপাড়

Last Updated:

Saayoni Ghosh: পঞ্চায়েত নির্বাচনের শেষ মুহূর্তের প্রচারপর্ব জোরদার করতে পূর্ব বর্ধমানের একাধিক এলাকায় আজ উপস্থিত ছিলেন যুব তৃণমূল কংগ্রেসের সভানেত্রী সায়নী ঘোষ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কাটোয়া: আজই নির্বাচনী প্রচারের শেষ দিন। কিছুক্ষণের মধ্যেই প্রচারপর্ব শেষ হয়ে যাবে। পঞ্চায়েত নির্বাচনের শেষ মুহূর্তের প্রচারপর্ব জোরদার করতে পূর্ব বর্ধমানের একাধিক এলাকায় আজ উপস্থিত ছিলেন যুব তৃণমূল কংগ্রেসের সভানেত্রী সায়নী ঘোষ। সেই প্রচার ঘিরে স্থানীয় মানুষদের উত্তেজনা ছিল চোখে পড়ার মতো।
সায়নী ঘোষ।
সায়নী ঘোষ।
advertisement

তবে এ দিন আচমকাই রেগে যান সায়নী ঘোষ।  ইডি দফতরে গড় হাজিরার বিষয়ে সাংবাদিকররা প্রশ্ন করতেই মেজাজ হারিয়ে ফেলেন। সায়নী বলেন, “ইডি আপনাকে কিছু বলেছে! আমি ওনাদের সঙ্গে কথা বলব। আপনাকে কেন বলব? এটা ইডি আর আমার মধ্যের ব্যাপার, আপনাদের কেন বলব?” এরপর অবশ্য প্রসঙ্গ এড়িয়ে নির্বাচনের বিষয়ে ফিরে আসেন। বিরোধীদের প্রতি সুর চড়িয়ে বলেন, “বিরোধী বলে এখানে কিছু নেই।” এরপর সংবাদমাধ্যমকে ধন্যবাদ জানিয়ে প্রচার গাড়িতে উঠে পড়েন।

advertisement

আরও পড়ুনঃ SSKM-র উডবার্ন ব্লকে মুখ্যমন্ত্রী! আজই হতে পারে অস্ত্রোপচার

আজ কাটোয়া ২ নম্বর ব্লকের গাজিপুর গ্রাম পঞ্চায়েত এলাকার অগ্রদ্বীপের দশদুয়ারি বাঁধ থেকে দেয়াসিন গ্রাম পর্যন্ত গাড়িতে চেপে প্রার্থীর হয়ে প্রচার করেন সায়নী ঘোষ। বুধবার বর্ধমানের গলসি ব্লকের বিভিন্ন গ্রামের ভোট প্রচারে করেন সায়নী ঘোষ। গলসি চৌমাথা মোড় থেকে শুরু করে গলসি ব্লকের বিভিন্ন গ্রামে ঘুরে তৃণমূলের হয়ে ভোট প্রচার করেন রাজ্যের যুব তৃণমূলের সভানেত্রী।

advertisement

এ দিকে, বুধবার ইডির সমন এড়িয়েছেন যুব তৃণমূল সভানেত্রী সায়নী ঘোষ। গত ৫ জুলাই তাঁকে ইডির দফতরে হাজিরা দিতে বলা হয়েছিল। কিন্তু হাজিরা না দিয়ে তিনি ইডি আধিকারিকদের কাছে ৫৩০ পাতার নথি পাঠান। সূত্রের খবর, সায়নী ঘোষের পাঠানো নথিতে সন্তুষ্ট নয় ইডি, সেই নথি নাকি অসম্পূর্ণ।

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

রণদেব মুখোপাধ্যায়

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Saayoni Ghosh: 'ইডি আর আমার মধ্যে...' আচমকা খড়্গহস্ত সায়নী, ভয়ঙ্কর রেগে যা বলে ফেললেন...! তোলপাড়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল