TRENDING:

Road Accident: লাঠি ছেড়ে এবার মাইক হাতে পুলিশ! তারপর যা হল...

Last Updated:

Road Accident:শান্তিপুর গোবিন্দপুর এলাকায় একের পর এক পথ দুর্ঘটনায় চলে গিয়েছে বেশ কিছু প্রাণ। সেক্ষেত্রে যেমন পুলিশ কর্মীদের সজাগ থাকতে বলা হয়েছে, ঠিক তেমনই পথ চলতি সাধারণ মানুষদেরও ট্রাফিক আইন মেনে চলার অনুরোধ জানানো হয়

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নদিয়া: দিনের পর দিন বেড়েই চলেছে পথ দুর্ঘটনা। ৩৪ নম্বর জাতীয় সড়ক, যেটি বর্তমানে ১২ নম্বর জাতীয় সড়ক বলে নামকরণ হয়েছে সেটি প্রতিদিন উঠে আসে দুর্ঘটনার খবরের শিরোনামে। তাতে লাগাম পড়াতেই এবার রানাঘাট পুলিশ জেলার ট্রাফিক গার্ডের পক্ষ থেকে সকাল থেকেই সচেতনতা মূলক মাইক প্রচার চালানো হয় বিভিন্ন দুর্ঘটনা প্রবণ এলাকায়।
advertisement

আরও পড়ুন: তারাপীঠের দ্বারকা নদীর হাল ফেরানোর দাবি বিধানসভায়

সম্প্রতি ১২ নম্বর জাতীয় সড়কের উপর নদিয়ার শান্তিপুর গোবিন্দপুর এলাকায় একের পর এক পথ দুর্ঘটনায় চলে গিয়েছে বেশ কিছু প্রাণ। সেক্ষেত্রে যেমন পুলিশ কর্মীদের সজাগ থাকতে বলা হয়েছে ঠিক তেমনই পথে চলতি সাধারণ মানুষদেরও ট্রাফিক আইন মেনে চলার অনুরোধ জানানো হয়েছে। আজ সকাল থেকেই রানাঘাট পুলিশ জেলার ট্রাফিক গার্ডের পক্ষ থেকে নদিয়ার শান্তিপুর গোবিন্দপুর এলাকার দুর্ঘটনা প্রবণ বেশ কিছু এলাকাতে পথচারীদের উদ্দেশ্যে সচেতনামূলক বার্তা প্রচার করা হচ্ছে বিভিন্ন জায়গায়।

advertisement

গোবিন্দপুর বিবেকানন্দ নগর ৬০ প্লট থেকে গোবিন্দপুর বাস স্ট্যান্ড বাজার আসার জাতীয় সড়কের উপর নির্দিষ্ট কাট অফ ব্যবহার এবং মোটরসাইকেল আরোহীদের হেলমেট পরিধান করা ও বিভিন্ন দুর্ঘটনা প্রবণ এলাকাতে কর্তব্যরত সিভিক ভলেন্টিয়ার, শান্তিপুর থানার পুলিশ কর্মী এবং ট্রাফিক গার্ডের পুলিশ কর্মীদের নির্দেশ মেনে চলার অনুরোধ জানানো হয় এই মাইক প্রচারে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
অরণ্যের নাম গণপুর, কলকাতার খুব কাছে মাত্র ৫০ টাকা খরচে গভীর জঙ্গলে সঙ্গীকে নিয়ে ঘুরে আসুন!
আরও দেখুন

মৈনাক দেবনাথ

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Road Accident: লাঠি ছেড়ে এবার মাইক হাতে পুলিশ! তারপর যা হল...
Open in App
হোম
খবর
ফটো
লোকাল