স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গতকাল রাতে ৬০ নম্বর জাতীয় সড়ক ধরে বিষ্ণুপুরের দিক থেকে একটি মোটরবাইকে দুই যুবক বাঁকাদহের দিকে যাচ্ছিলেন। ৩ নম্বর ক্যাম্প সংলগ্ন এলাকায় এসে পথ দুর্ঘটনার কবলে পড়েন ওই দু’জন। বিকট শব্দ পেয়ে স্থানীয় বাসিন্দারা এবং পথ বন্ধুরা ছুটে এসে দেখেন রাস্তার পাশে মোটরবাইকটি পড়ে রয়েছে, বাইকের পাশে আহত অবস্থায় রয়েছেন এক যুবক ও রাস্তার পাশেই ঝোপের ভিতর পড়ে রয়েছেন আরও একজন। ঘটনাস্থলেই ওই যুবকের মৃত্যু হয়।
advertisement
আরও পড়ুনঃ বাংলাদেশের মুক্তিযুদ্ধে শহিদ ভারতের ৭ সেনাকে নতুন করে চিনল দেশ! স্যালুট জানানো উদ্যোগ নদিয়ায়
এরপর তড়িঘড়ি বিষ্ণুপুর থানায় খবর দেওয়া হয়। ঘটনাস্থলে পৌঁছয় বিষ্ণুপুর থানার পুলিশ। আহতকে উদ্ধার করে বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসা হয় এবং নিহত যুবকের ময়নাতদন্তের জন্য বিষ্ণুপুর জেলা হাসপাতালে পাঠানো হয়। যদিও পরবর্তী সময়ে আহত যুবকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে রেফার করা হয়।
পথ দুর্ঘটনায় আহত ও মৃত যুবকের নাম ও পরিচয় এখনও জানা যায়নি। দুর্ঘটনার কারণ নিয়েও ধোঁয়াশা রয়েছে। কীভাবে ঘটল এই দুর্ঘটনা, নিজেরাই অসতর্ক হয়ে রাস্তার পাশে ছিটকে গিয়েছিলেন নাকি কোনও দ্রুত গতির লরি এসে তাঁদের ধাক্কা মারে সেটা এখনও পরিষ্কার নয়। সমগ্র বিষয় নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ।
