TRENDING:

তছনছ পার্টি অফিস, বিজেপি-র আদি- নব্য লড়াইয়ে আগুন জ্বলল বর্ধমানে

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#বর্ধমান: কয়েকদিন আগেই ভার্চুয়ালি ঝা চকচকে জেলা পার্টি অফিসের উদ্বোধন করেছিলেন জে পি নাড্ডা৷ গোষ্ঠী কোন্দলে সেই অফিসেই ভাঙচুর চালালেন দলীয় কর্মীরা৷ আদি- নব্য দ্বন্দ্বে রীতিমতো ইটবৃষ্টি চলল বিজেপি-র দুই গোষ্ঠীর কর্মীদের মধ্যে৷ আগুন লাগানো হল বেশ কয়েকটি গাড়িতে৷ যে ঘটনা ঘিরে তুমুল উত্তেজনা ছড়াল বর্ধমানে৷ দলের পুরোন এবং নতুন কর্মীদের মধ্যে এই বিবাদের জেরে রীতিমতো অস্বস্তিতে গেরুয়া শিবির৷ বিজেপি নেতাদের অবশ্য অভিযোগ, বিজেপি-র পতাকা হাতে নিয়ে তৃণমূল কর্মীরাই এই হামলা চালিয়েছে৷
advertisement

ঘটনার সূত্রপাত এ দিন সকাল থেকে৷ বর্ধমান জেলার পুরোন বিজেপি কর্মীদের একাংশের অভিযোগ, দলে তাঁদের গুরুত্ব দিন দিন কমছে৷ এর বিরুদ্ধে দলে বর্ধমান অফিসের সামনে বিক্ষোভের প্রস্তুতিও চলছিল৷ এ দিন বেশ কিছু বিজেপি কর্মী গাড়ি, বাইক করে সকাল থেকেই বিজেপি পার্টি অফিসের সামনে জড়ো হতে থাকেন৷ কিছুক্ষণের মধ্যেই পার্টি অফিস লক্ষ্য করে শুরু হয় ইটবৃষ্টি৷ ভিতরেও ঢুকেও আসবাবপত্র ভাঙচুর করা হয় বলে অভিযোগ৷ পাল্টা দলীয় কার্যালয়ের ছাদ থেকেও বড় বড় ইটের টুকরো ছোড়া হতে থাকে হামলাকারীদের লক্ষ্য করে৷

advertisement

এর পরই বিক্ষুব্ধ কর্মীরা যে গাড়িতে করে এসেছিলেন সেগুলিতে আগুন ধরিয়ে দেয় দলের অন্য গোষ্ঠী৷ বেশ কিছু বাইকও ভাঙচুর করা হয়৷ বিরাট পুলিশবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে৷ ঘটনার খবর পেয়ে বিজেপি রাজ্য নেতৃত্বও ঘটনাস্থলে পৌঁছয়৷ বিজেপি-র জেলা নেতাদের অভিযোগ, বর্ধমানে বিজেপি-র জনপ্রিয়তা বাড়তে থাকায় তৃণমূলই চক্রান্ত করে বিজেপি-র পতাকা নিয়ে এই হামলা চালিয়েছে৷

advertisement

বিজেপি নেতা শমীক ভট্টাচার্য বলেন, 'বিজেপি-তে আদি- নব্য বলে কিছু নেই৷ সবাই বিজেপি কর্মী৷ আমরা গোটা ঘটনার তদন্ত করে দেখছি৷ তবে দলে কোনওরকমের বিশৃঙ্খলা বরদাস্ত করা হবে না৷' তৃণমূল নেতা এবং রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ অবশ্য এই ঘটনার সঙ্গে তৃণমূলের যুক্ত থাকার অভিযোগ অস্বীকার করেছেন৷ তাঁর দাবি, 'তৃণমূল এই ধরনের রাজনীতি করে না, আমাদের দলনেত্রীও এসব পছন্দ করেন না৷ ওরা নিজেদের মধ্যেই মারামারি করে মরছে৷ এরকম আরও হবে৷ মুখ বাঁচাতে এখন তৃণমূলকে জড়াচ্ছে৷'

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
কৃষ্ণচন্দ্রপুরে এবার স্বপ্নের স্টেডিয়াম, নতুন বছরেই খুলে যাবে সকলের জন্য
আরও দেখুন

Saradindu Ghosh

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
তছনছ পার্টি অফিস, বিজেপি-র আদি- নব্য লড়াইয়ে আগুন জ্বলল বর্ধমানে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল