TRENDING:

Salt Lake Murder Update: খুঁজতে যান গ্রামের বাড়িতেও, স্বর্ণ ব্যবসায়ী খুনে রাজগঞ্জের বিডিও-র ভূমিকায় আরও বাড়ল রহস্য!

Last Updated:

গত বৃহস্পতিবার নিউ টাউনের খালপাড়ের ধারে ঝোপের ভিতর থেকে উদ্ধার হয় স্বপন কামিল্যা নামে একজন স্বর্ণ ব্যবসায়ীর দেহ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
শঙ্কর রাই, দাঁতন: সল্টলেকের দত্তাবাদে স্বর্ণব্যবসায়ী খুনের ঘটনায় রাজগঞ্জের বিডিও-র ভূমিকায় সন্দেহ আরও বাড়ল৷ নিহত ব্যবসায়ীর পরিবারের অভিযোগ, স্বপন কামিল্যা নামে ওই ব্যবসায়ীর খোঁজে তাঁর পশ্চিম মেদিনীপুরের বাড়িতেও পৌঁছে গিয়েছিলেন রাজগঞ্জের বিডিও৷
মৃত স্বর্ণব্যবসায়ী স্বপন কামিল্যা (বাঁদিকে) এবং অভিযুক্ত বিডিও প্রশান্ত বর্মণ৷
মৃত স্বর্ণব্যবসায়ী স্বপন কামিল্যা (বাঁদিকে) এবং অভিযুক্ত বিডিও প্রশান্ত বর্মণ৷
advertisement

গত বৃহস্পতিবার নিউ টাউনের খালপাড়ের ধারে ঝোপের ভিতর থেকে উদ্ধার হয় স্বপন কামিল্যা নামে একজন স্বর্ণ ব্যবসায়ীর দেহ৷ রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন নিজের গাড়িতে করে তুলে নিয়ে গিয়ে স্বপনবাবুকে খুন করেছেন বলে অভিযোগ করেছে মৃত ব্যবসায়ীর পরিবার৷

মৃতের পরিবার আগেই অভিযোগ করেছিল, গত ২৮ অক্টোবর সল্টলেকে দত্তাবাদের দোকান থেকে ওই ব্যবসায়ীকে নিজের গাড়িতে করে তুলে নিয়ে যান রাজগঞ্জের বিডিও এবং তাঁর সঙ্গে থাকা কয়েকজন৷ যদিও এই ঘটনার সঙ্গে তাঁর যোগ রয়েছে কি না, সে বিষয়ে সরাসরি কোনও উত্তর দেননি অভিযুক্ত বিডিও৷ পুলিশও এ বিষয়ে মুখে কুলুপ এঁটেছে৷

advertisement

এবার মৃত স্বর্ণ ব্যবসায়ীর পরিবার দাবি করল, এই ঘটনার কয়েক দিন আগে স্বপনবাবুর খোঁজে তাঁর গ্রামের বাড়িতেও পৌঁছে গিয়েছিলেন ওই বিডিও৷ স্বর্ণব্যবসায়ী স্বপনবাবুর বাড়িতে যখন বিডিও প্রশান্ত বর্মন গিয়েছিলেন, সেই সময়ের একটি ভিডিও সংবাদমাধ্যমকে দিয়েছে মৃত ব্যবসায়ীর পরিবার৷ যদিও এই ভিডিও-র সত্যতা যাচাই করেনি নিউজ ১৮ বাংলা৷

গত বৃহস্পতিবার নিউ টাউনের যাত্রাগাছির খালের ধারের ঝোপের ভিতর থেকে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির দেহ উদ্ধার হয়৷ শেষ পর্যন্ত গতকাল জানা যায়, মৃতের নাম স্বপন কামিল্যা৷ স্বপনবাবু পশ্চিম মেদিনীপুরের নীলদা পোস্ট অফিস এলাকার দিলমাটিয়া গ্রামের বাসিন্দা ছিলেন৷ যদিও সল্টলেকের দত্তাবাদ এলাকায় একটি সোনার দোকান ভাড়া নিয়ে চালাতেন তিনি৷ সেখানেই ঘর ভাড়া করে থাকতেন স্বপনবাবু৷

advertisement

মৃতের পরিবারের অভিযোগ, কিছু দিন আগে ধুপগুড়ির বিডিও-র বাড়িতে চুরির ঘটনা ঘটেছিল৷ খোয়া যায় বেশ কিছু সোনার গয়না৷ রাজগঞ্জের বর্তমান বিডিও প্রশান্ত বর্মন এর আগে ধুপগুড়ির বিডিও ছিলেন৷ মৃত স্বর্ণব্যবসায়ীর পরিবারের অভিযোগ, পুলিশের মারফত বিডিও জানতে পারেন, তার বাড়ি থেকে চুরি হওয়া গয়না দত্তাবাদের ওই সোনার দোকানে বিক্রি করা হয়েছে৷

advertisement

এই খবর পেয়ে কয়েক দিন আগে বিডিও প্রশান্ত বর্মন নিজেই দত্তাবাদে স্বপনবাবুর দোকানে হাজির হন বলে দাবি মৃতের পরিবারের৷ কিন্তু তখন দোকান বন্ধ ছিল৷ দোকানের নামের সঙ্গে দেওয়া মোবাইল নম্বরেও ফোন করেন বিডিও৷ কিন্তু কেউ ফোন তোলেননি৷ কিন্তু গত মঙ্গলবার ফোনে কথা বলার পর নীল বাতি লাগানো গাড়ি চড়ে বিডিও নিজেই ওই দোকানে হাজির হন বলে মৃতের পরিবারের দাবি৷

advertisement

অভিযোগ, দোকানে আসার পরই দোকান মালিক স্বপন কামিল্যা এবং তাঁর বাড়িওয়ালাকে বিডিও-র গাড়িতে করেই নিউ টাউনের একটি নির্জন জায়গায় তুলে নিয়ে যাওয়া হয়৷ বুধবার দিন ওই নীল বাতি লাগানো গাড়িতেই বাড়ির মালিককে ফের দত্তাবাদে ছেড়ে দিয়ে যাওয়া হলেও স্বপন ফেরেননি৷ বৃহস্পতিবার দিন যাত্রাগাছির খালপাড় থেকে উদ্ধার হয় অজ্ঞাতপরিচয় ব্যক্তির দেহ৷ সেই দেহে আঘাতের চিহ্নও ছিল৷

স্বপনের খোঁজ না পেয়ে বিধাননগর দক্ষিণ থানায় অভিযোগ দায়ের করে তাঁর পরিবার৷ তখনই স্বপনের ছবি দেখে পুলিশ নিশ্চিত হয়, নিউ টাউনে উদ্ধার হয় মৃতদেহটি নিখোঁজ স্বর্ণ ব্যবসায়ীরই৷ ঘটনায় বিধাননগর দক্ষিণ থানায় খুনের অভিযোগ দায়ের করেছে মৃতের পরিবার৷

সেরা ভিডিও

আরও দেখুন
কফির কাপে নলেন গুড়, দোকানে হামলে পড়ছে ক্রেতারা! বর্ধমানের এই ছোট্ট ক্যাফে এখন ট্রেন্ডিং
আরও দেখুন

এই ঘটনার সঙ্গে তাঁর সত্যিই যোগ রয়েছে কি না, তা জানতে রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের সঙ্গে যোগাযোগ করা হয়৷ যদিও প্রশ্ন এড়িয়ে তাঁর সংক্ষিপ্ত জবাব, বার বার বিরক্ত করবেন না৷ মৃতের পরিবার বিধাননগর দক্ষিণ থানায় রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মণের বিরুদ্ধে অভিযোগও দায়ের করেছে৷

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Salt Lake Murder Update: খুঁজতে যান গ্রামের বাড়িতেও, স্বর্ণ ব্যবসায়ী খুনে রাজগঞ্জের বিডিও-র ভূমিকায় আরও বাড়ল রহস্য!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল