TRENDING:

Rail: 'আজব' এক স্টেশন আছে এই পশ্চিমবঙ্গে! নোয়াদার ঢাল-স্টেশনের গল্প আপনাকে তাজ্জব করে দেবে

Last Updated:

Rail: এই স্টেশনের নাম "নোয়াদার ঢাল", স্টেশনের নামের সঙ্গে জড়িয়ে আছে কাহিনি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পূর্ব বর্ধমান: পূর্ব বর্ধমান জেলাতে রয়েছে নোয়াদার ঢাল নামের একটি স্টেশন। যারা ট্রেনে চেপে বোলপুর অথবা তারাপীঠ গিয়েছেন, তাদের মধ্যে হয়তঅনেকেরই নজরে পড়েছে এই স্টেশন। তবে বেশ কিছুদিন ধরেই মাঝে মধ্যেই সোশ্যাল মিডিয়ায় চর্চায় উঠে আসছে এই স্টেশনের নাম। চর্চায় উঠে আসার যদিও মূল কারণ এই স্টেশনের নামকরণ। সোশ্যাল মিডিয়ায় অনেকেই অনেক কথা লিখছেন বা বলছেন এই স্টেশন সম্পর্কে। অধিকাংশ জনের মতে কোনও এক ইংরেজ সাহেবের মন্তব্য আমাদের দেশীয় কর্মচারী বুঝতে পারেননি। এবং পরবর্তিতে নাকী স্টেশনের নামকরণ হয় ‘নোয়াদার ঢাল’। তবে এখন প্রশ্ন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া বা চর্চিত এই কাহিনী আদৌও কী সত্যি?
advertisement

সোশ্যাল মিডিয়ায় যে কাহিনী চর্চা হচ্ছে সেটা একবার জেনে নেওয়া প্রয়োজন। সোশ্যাল মিডিয়া অনুসারে, ১৮৬০ সাল নাগাদ বর্ধমান থেকে সাহেবগঞ্জ পর্যন্ত বেশ কয়েকটি স্টেশন এবং প্ল্যাটফর্ম তৈরি হয়। তারই মধ্যে উল্লেখযোগ্য দুটি স্টেশনের নাম রাখা হয় “ঝাপটের ঢাল”, এবং “পিচকুড়ির ঢাল”। তবে এই দুটি স্টেশন সহ বাকি স্টেশনের নামকরণ হয়ে গেলেও বাকি থেকে যায় শুধুমাত্র একটি স্টেশন। সেই সময় দেশীয় এক কর্মচারী এক ইংরেজ সাহেবের কাছে স্টেশনের নাম কী রাখা হবে সেটা জানতে যান। যেহেতু দুটি স্টেশনের নাম ঢাল দিয়ে হয়েছে, সেকারণে ইংরেজ সাহেব ওই কর্মচারীকে বলেন পুট এনিথিং বাট “নো আদার ঢাল”। ওই কর্মচারী ইংরেজ সাহেবের কথা শুনে চলে যান। কিছুদিন পর ওই স্টেশনের নামকরণ হয় ‘নোয়াদার ঢাল’। তাই অনেকেই মনে করেন “নো আদার ঢাল” থেকে হয়েছে নোয়াদার ঢাল। তবে এই কাহিনীর আসল সত্যতা কী ?

advertisement

আরও পড়ুন: গরিব ছাত্রের জীবনে ত্রাতা হয়ে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী! চুঁচুড়ার কিশোর বাড়ি ফিরল নতুন জীবন নিয়ে

এই প্রসঙ্গে নোয়াদা গ্রামের বাসিন্দা অবসরপ্রাপ্ত শিক্ষক সুকুমার দাস বৈরাগ্য জানিয়েছেন, “এই কাহিনী সত্য নয়, এটা মজার ছলে অনেকেই বলে। এটা ঠিক নয় আমার বয়স এখন ৭০ বছর। আমার যখন ১০ বছর বয়স ছিল তখন এই স্টেশন হয়েছিল,সম্ভবত ১৯৬৫ সাল। সেই সময় বিকেলে আমরা স্কুল থেকে এসে সহপাঠীদের সঙ্গে স্টেশন তৈরি হওয়া দেখতে যেতাম। আমাদের গ্রামের মধুসূদন কর্মকার স্টেশন বিল্ডিং এবং কোয়াটারের দরজা, জানালা তৈরি করেছিলেন। তিনি এখনও বেঁচে রয়েছেন এবং বয়স প্রায় ৯০ বছর। সম্ভবত ১৯৬৫ সালে স্টেশনের উদ্বোধন হয়েছে।”

advertisement

View More

সুকুমার বাবুর কথায়, একই সময়ে তিনটি স্টেশন হয়েছিল ঝাপটের ঢাল, পিচকুড়ির ঢাল এবং নোয়াদার ঢাল। নোয়াদা গ্রামের কাছে বলেই এই স্টেশনের নাম নোয়াদার ঢাল হয়েছে। তবে সুকুমার বাবু আরও জানিয়েছেন, ঢাল কথার অর্থ নিচু জায়গা। এবং এই স্টেশন নোয়াদা গ্রাম থেকে অনেকটা নিচু। গ্রাম উঁচু জায়গায় রয়েছে, কখনও বন্যা হয়নি। তাই হয়তো স্টেশন নিচু বলে নোয়াদার সঙ্গে ঢাল জুড়ে হয়েছিল “নোয়াদার ঢাল”। সুকুমার বাবুর মতে এটাই হয়তো ঠিক। তবে নোয়াদার ঢালের “ঢাল” সম্পর্কে তিনি বিশদ বিবরণ দিতে পারবেন না বলেই জানিয়েছেন। কিন্তু তিনি এটা স্পষ্ট করে দিয়েছেন যে সোশ্যাল মিডিয়ায় চর্চিত কাহিনী সম্পূর্ণ গুজব, একটা গল্পকাহিনী।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
একটা ফোন, বাড়িতে পৌঁছে যাবে খোদ বর্ধমানের বিখ্যাত সীতাভোগ! বড় উদ্যোগ মিষ্টি দোকানের
আরও দেখুন

বনোয়ারীলাল চৌধুরী

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Rail: 'আজব' এক স্টেশন আছে এই পশ্চিমবঙ্গে! নোয়াদার ঢাল-স্টেশনের গল্প আপনাকে তাজ্জব করে দেবে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল