আরও পড়ুনঃ গুণের ভাণ্ডার, কিন্তু ভুলেও এঁরা মুখে তুলবেন না সবুজ শাকসবজি! বিপদের আর শেষ থাকবে না
তাঁদের দাবি এই রাস্তা দিয়ে প্রায় পাঁচ থেকে ছটি গ্রামের মানুষ যাতায়াত করে, স্কুল আছে, ফুল চাষের জমিতে যেতে হয় রেল রাস্তা বন্ধ করায় চরম সমস্যায় পড়েছেন। অবরোধকারীদের দাবি দীর্ঘদিন ধরে রেলকে এই এলাকায় আন্ডার পাসে দাবি জানাচ্ছেন। রেল তাতে কর্ণপাত করেনি তাই তাঁরা আজ অবরোধের সিদ্ধান্ত নিয়েছে। রেলের উচ্চপদস্থ আধিকারিক ও আরপিএফ আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছেছেন। এই জেরে আপ ও ডাউন-সহ তিনটি লেনের ট্রেন পরিষেবা বন্ধ রয়েছে। বিভিন্ন স্টেশনে লোকাল ও দূরপাল্লার ট্রেন আটকে রয়েছে।
advertisement
আরও পড়ুনঃ ফল তো সকলেই খাই! বলুন তো কোন ফলে পোকা হয় না? নামটা কিন্তু খুবই পরিচিত!
প্রায় ২ ঘন্টার ও বেশি সময় পর বাগনানে রেল অবরোধ উঠল। রেলের তরফে গ্রামবাসীদের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে রেল গাডওয়াল খুলে নেবে। তা হলে আবার ২ তারিখের পর অবরোধ হবে। যাত্রী দুর্ভোগের দায় রেলের ঘাড়ে চাপালেন অবরোধকারীরা।