TRENDING:

Rail Blockade: দেউলটিতে রেল অবরোধ, দাঁড়িয়ে একাধিক দূরপাল্লায় ট্রেন! ভোগান্তি যাত্রীদের

Last Updated:

Rail Blockade: দক্ষিণ-পূর্ব রেলের হাওড়া খড়্গপুর সেকশনে দেউলটি স্টেশনের কাছে স্থানীয় মানুষজন রেললাইন উপরে দাঁড়িয়ে পথ অবরোধ শুরু করেন। যার ফলে দক্ষিণপূর্ব রেলের ট্রেন পরিষেবা বিঘ্নিত হয়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দেউলটি: দক্ষিণ-পূর্ব রেলের হাওড়া খড়্গপুর সেকশনে দেউলটি স্টেশনের কাছে স্থানীয় মানুষজন রেললাইন উপরে দাঁড়িয়ে পথ অবরোধ শুরু করেন। যার ফলে দক্ষিণপূর্ব রেলের ট্রেন পরিষেবা বিঘ্নিত হয়েছে। বাগনান দেউলটি তামুলতলা এলাকায় রেলের রাস্তার উপর গতকাল লোহার গাডওয়াল লাগিয়ে দেয় রেল। সেই নিয়েই আজ সকাল দশটার পর থেকেই স্থানীয় বাসিন্দারা রেল অবরোধ শুরু করে।
প্রতীকী ছবি
প্রতীকী ছবি
advertisement

আরও পড়ুনঃ গুণের ভাণ্ডার, কিন্তু ভুলেও এঁরা মুখে তুলবেন না সবুজ শাকসবজি! বিপদের আর শেষ থাকবে না

তাঁদের দাবি এই রাস্তা দিয়ে প্রায় পাঁচ থেকে ছটি গ্রামের মানুষ যাতায়াত করে, স্কুল আছে, ফুল চাষের জমিতে যেতে হয় রেল রাস্তা বন্ধ করায় চরম সমস্যায় পড়েছেন। অবরোধকারীদের দাবি দীর্ঘদিন ধরে রেলকে এই এলাকায় আন্ডার পাসে দাবি জানাচ্ছেন। রেল তাতে কর্ণপাত করেনি তাই তাঁরা আজ অবরোধের সিদ্ধান্ত নিয়েছে। রেলের উচ্চপদস্থ আধিকারিক ও আরপিএফ আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছেছেন। এই জেরে আপ ও ডাউন-সহ তিনটি লেনের ট্রেন পরিষেবা বন্ধ রয়েছে। বিভিন্ন স্টেশনে লোকাল ও দূরপাল্লার ট্রেন আটকে রয়েছে।

advertisement

আরও পড়ুনঃ ফল তো সকলেই খাই! বলুন তো কোন ফলে পোকা হয় না? নামটা কিন্তু খুবই পরিচিত!

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

প্রায় ২ ঘন্টার ও বেশি সময় পর বাগনানে রেল অবরোধ উঠল। রেলের তরফে গ্রামবাসীদের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে রেল গাডওয়াল খুলে নেবে। তা হলে আবার ২ তারিখের পর অবরোধ হবে। যাত্রী দুর্ভোগের দায় রেলের ঘাড়ে চাপালেন অবরোধকারীরা।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Rail Blockade: দেউলটিতে রেল অবরোধ, দাঁড়িয়ে একাধিক দূরপাল্লায় ট্রেন! ভোগান্তি যাত্রীদের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল