TRENDING:

India-Pakistan Tension: ভারত-পাক সংঘাতের আবহে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ছে? খতিয়ে দেখতে অভিযানে নামল টাস্ক ফোর্স 

Last Updated:

India-Pakistan Tension: যুদ্ধের বাজারে বাড়ছে জিনিসপত্রের দাম? এই সুযোগ কাজে লাগিয়ে চলছে কালোবাজারির চেষ্টা? খতিয়ে দেখতে বর্ধমানের বিভিন্ন বাজারে হানা দিল জেলা প্রশাসনের টাস্ক ফোর্স।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বর্ধমান: যুদ্ধের বাজারে বাড়ছে জিনিসপত্রের দাম? এই সুযোগ কাজে লাগিয়ে চলছে কালোবাজারির চেষ্টা? খতিয়ে দেখতে বর্ধমানের বিভিন্ন বাজারে হানা দিল জেলা প্রশাসনের টাস্ক ফোর্স। বিভিন্ন দোকান বাজার ঘুরে জিনিসপত্র দাম খতিয়ে দেখল তারা। জিনিসপত্রের কৃত্রিম অভাব তৈরি করে কালোবাজারির চেষ্টা হলে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে জেলা প্রশাসন। মাছ, ডিম থেকে শুরু করে কোনও সবজির দাম অস্বাভাবিক হারে বাড়ছে কিনা তা খতিয়ে দেখছেন জেলা প্রশাসনের তৈরি করা টাস্ক ফোর্সের সদস্যরা।
যুদ্ধের আবহে বাড়ছে দাম? খতিয়ে দেখতে অভিযানে টাস্ক ফোর্স 
যুদ্ধের আবহে বাড়ছে দাম? খতিয়ে দেখতে অভিযানে টাস্ক ফোর্স 
advertisement

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পরই মাঠে নামলো  জেলা প্রশাসন। যুদ্ধ পরিস্থিতিতে যাতে জিনিসের দাম নাগালের বাইরে চলে না যায়, সেজন্য বর্ধমানের নানা বাজারে হানা দিল টাস্ক ফোর্স। বর্ধমানের মূল বাজারগুলিতে অভিযান চালায় তারা। সবজি বাজারের পাশাপাশি নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম যাচাই করা হয়।

শনিবার সকালে বিভিন্ন দফতরের আধিকারিক ও কর্মীদের নিয়ে গড়া টাক্স ফোর্স বর্ধমান শহরের নানা সবজি বাজারে যান। প্রথমেই তাঁরা যান স্টেশন বাজারে। এছাড়াও তেঁতুলতলা বাজার ও রথতলা বাজারে তাঁরা অভিযান চালান। বাজারে আদা, পেঁয়াজ, রসুন, আলু, পটল-সহ বিভিন্ন সবজির দাম খতিয়ে দেখা হয়। সর্ষের তেল, চাল-সহ নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ছে কিনা তা দেখা হয়।

advertisement

আরও পড়ুন-পায়ের দ্বিতীয় আঙুলটি কি বুড়ো আঙুলের থেকে অনেকটা বড়? কেমন হয় এদের স্বভাব? পা দেখেই জেনে নিন চরিত্রের গোপন দিকটি

টাক্স ফোর্সের সদস্য বিভাস পাল জানান, জেলা প্রশাসনের নির্দেশে তাদের এই অভিযান। তারা বাজার ঘুরে দেখেছেন আলু,পিঁয়াজ, পটল, ঝিঙে,আদা-সহ সবজির কী দাম। তাঁরা জানান, বাজারে মোটামুটি স্থিতাবস্থা রয়েছে। দাম বাড়িয়ে যাতে মানুষের অসুবিধা সৃষ্টি না হয়, সেজন্যই জেলা প্রশাসনের এই নির্দেশ।

advertisement

আরও পড়ুন-কাঁপিয়ে আসছে তুমুল ঝড়-তুফান, বজ্রপাতে ফালাফালা আকাশ, ভারী বৃষ্টি-শিলাবৃষ্টি কাঁপাবে রাজ্যে, ৯-১৫ কেমন থাকবে আবহাওয়া, জানিয়ে দিল IMD

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

তবে এই মুহূর্তে বর্ধমান শহর-সহ গোটা জেলার সবজি বাজারে দাম কার্যত স্বাভাবিক। মরশুমি সবজি, ঝিঙে,পটল, ঢ্যাঁড়শের দাম সাধারণ ক্রেতাদের নাগালের মধ্যেই আছে।হেঁশেলে অন্যতম গুরুত্বপূর্ণ জিনিস ডিম।সেই ডিমের দামও মোটামুটি স্বাভাবিক। খুচরো ডিম বিক্রেতা জানান, সাড়ে পাঁচ টাকা থেকে ৬ টাকার মধ্যে ডিমের দাম ঘোরাঘুরি করছে।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
India-Pakistan Tension: ভারত-পাক সংঘাতের আবহে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ছে? খতিয়ে দেখতে অভিযানে নামল টাস্ক ফোর্স 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল