TRENDING:

ঘন কুয়াশার চাদরে ঢাকছে বিঘার পর বিঘা চাষের জমি, ফলন নিয়ে প্রবল উদ্বেগে আলুচাষীরা

Last Updated:

বেশিদিন কুয়াশায় থাকলে আলু গাছে রোগ পোকার আক্রমণ বাড়ে। গাছের বৃদ্ধিও কম হয়। ভাল ফলনের জন্য রোদ ঝলমলে পরিবেশ ও বাড়তি শীত বিশেষ কার্যকর। তাই দিনের পর দিন ঘন কুয়াশায় চিন্তিত কৃষকরা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#বর্ধমান: দিনের পর দিন ঘন কুয়াশায় চিন্তিত পূর্ব বর্ধমান জেলার আলু চাষীরা। কুয়াশার কারণে আলু চাষের ক্ষতি হতে পারে বলে আশঙ্কা করছেন তারা। কৃষকরা বলছেন, বেশিদিন কুয়াশায় থাকলে আলু গাছে রোগ পোকার আক্রমণ বাড়ে। গাছের বৃদ্ধিও কম হয়। ভাল ফলনের জন্য রোদ ঝলমলে পরিবেশ ও বাড়তি শীত বিশেষ কার্যকর। তাই দিনের পর দিন ঘন কুয়াশায় চিন্তিত কৃষকরা।
advertisement

বৃহস্পতিবার বেলা বারোটা পর্যন্ত সূর্যের দেখা মেলেনি। সকাল থেকেই ঘন কুয়াশায় ঢাকা ছিল চারপাশ। ভোর থেকে সময় যত গড়িয়েছে ততই কুয়াশা গাঢ় হয়েছে। কুয়াশা সরে দৃশ্যমানতা বাড়তে এদিন দুপুর গড়িয়ে গিয়েছে। আর এতেই আশঙ্কার সিঁদুরে মেঘ দেখছেন কৃষকরা। তারা বলছেন, অনেক জমিতেই আলু গাছের চারা বেরিয়ে গিয়েছে। যেসব জমিতে জলদি জাতের আলু চাষ হয় সেইসব জমির গাছ বড় হতে শুরু করেছে। এই সময় রোদ ঝলমলে পরিষ্কার আকাশ ও কনকনে ঠান্ডা যত দীর্ঘ স্থায়ী হবে ততোই আলু গাছ বাড়বে। তাতে ফলনও অনেক ভাল হবে। কিন্তু পরপর কয়েকদিন ধরেই ঘন কুয়াশায় কারণে মাত্র কয়েক ঘন্টা রোদের দেখা মিলছে। এর ফলে গাছের বৃদ্ধি যেমন কম হবে, ঠিক তেমনই তাতে রোগ পোকার আক্রমণ বাড়ার সম্ভাবনা থেকে যাচ্ছে। রোগ পোকা দেখা দিলে কীটনাশক প্রয়োগ করতে হবে।

advertisement

কৃষকরা বলছেন, দিন দিন চাষের খরচ বাড়ছে। এবার চড়া দামে আলু বীজ কিনে চাষ করতে হয়েছে। সারের দাম আকাশ ছোঁয়া। সব খরচ সামলে বাড়তি কীটনাশক প্রয়োগ করতে হলে চাষের খরচ অনেকটাই বেড়ে যাবে।প্রতিকূল আবহাওয়ার কারণে ধারদেনা করেও কীটনাশক ছড়াতে হবে। তা না হলে ভালো ফলন না হওয়ার আশঙ্কা থেকেই যাচ্ছে।

advertisement

ভাল ফলন পেতে এখন মেঘমুক্ত ঝলমলে আবহাওয়া ও কনকনে ঠান্ডা চাইছেন কৃষকরা। কুয়াশার কারণে শীতের তীব্রতা বাড়ছে না। এদিন সর্বনিম্ন তাপমাত্রা ছিল 16 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। ভালো দাম থাকায় এবার পূর্ব বর্ধমান জেলায় বাড়তি জমিতে আলু চাষ হয়েছে। ভালো ফলন হলে লাভবান হওয়ার আশা দেখছেন কৃষকরা। ঠিক সেই সময় একটানা কুয়াশায় চিন্তিত কৃষকদের অনেকেই।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

Saradindu Ghosh

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
ঘন কুয়াশার চাদরে ঢাকছে বিঘার পর বিঘা চাষের জমি, ফলন নিয়ে প্রবল উদ্বেগে আলুচাষীরা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল