TRENDING:

Minakhan Xerox Centre: সবাই জানত জেরক্স সেন্টার, ভিতরে কী চলছিল? মিনাখার দোকানে হানা দিয়ে হতবাক পুলিশ

Last Updated:

এই ঘটনায় জেরক্সের দোকানের মালিক বাকি বিল্লাহ গাজি এবং আব্দুল মাতিন নামে দু জনকে গতকাল আটক করেছিল মিনাখা থানার পুলিশ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
অনুপম সাহা, মিনাখা: সবাই জানত জেরক্স করার দোকান৷ মিনাখা বাজারের সেই সাধারণ জেরক্সের দোকানেই বৃহস্পতিবার পুলিশ হানা দেওয়ার পর অবাক হয়ে গিয়েছিলেন স্থা্নীয় বাসিন্দারা৷ পরে জানা গেল জেরক্সের আড়ালে ওই দোকানেই তৈরি করা হত নকল আধার কার্ড৷
মিনাখার এই জেরক্সের দোকানেই হানা দেয় পুলিশ৷
মিনাখার এই জেরক্সের দোকানেই হানা দেয় পুলিশ৷
advertisement

এই ঘটনায় জেরক্সের দোকানের মালিক বাকি বিল্লাহ গাজি এবং আব্দুল মাতিন নামে দু জনকে গতকাল আটক করেছিল মিনাখা থানার পুলিশ৷ জিজ্ঞাসাবাদের পর তাদের গ্রেফতার করে এ দিন বসিরহাট আদালতে পাঠানো হয়েছে৷

পুলিশ সূত্রে খবর, ওই জেরক্সের দোকান থেকে একটি ল্যাপটপ, একটি ফিঙ্গারপ্রিন্ট মেশিন, আধার কার্ডের জন্য চোখের ছবি তোলার বিশেষ মেশিন সহ আধার কার্ড তৈরি করার বিভিন্ন ধরনের জিনিসপত্র ও বেশ কিছু কাগজপত্র উদ্ধার করা হয়েছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

ভুয়ো আধার কার্ড তৈরির এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত কি না, ধৃতদের জেরা করে তা জানার চেষ্টা করছে পুলিশ৷ পাশাপাশি, ওই ভুয়ো আধার কার্ড তৈরির দোকান থেকে কতজনকে নকল আধার কার্ড তৈরি করে দেওয়া হয়েছে, তাও জানার চেষ্টা করছে পুলিশ৷

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Minakhan Xerox Centre: সবাই জানত জেরক্স সেন্টার, ভিতরে কী চলছিল? মিনাখার দোকানে হানা দিয়ে হতবাক পুলিশ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল