পুলিশ সূত্রে খবর, ধৃত ওই ব্যবসায়ীর হাওড়ার মালিপাঁচঘড়া এলাকায় একটি প্লাস্টিকের পাইপের কারখানা রয়েছে৷ তিনি বেলুড়ের একটি অভিজাত আবাসনের বাসিন্দা৷ এ দিন দুপুরে প্রায় ১৭ লক্ষ টাকা নিয়ে গাড়ি চালিয়ে হাওড়া ব্রিজের দিকে যাচ্ছিলেন তিনি৷\
আরও পড়ুন: হৃদযন্ত্রে সমস্যা, এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হল জেল বন্দি জ্যোতিপ্রিয়কে! কী করবে ইডি?
advertisement
ওই সময় হাওড়া স্টেশন এবং হাওড়া ব্রিজ চত্বরে গোলাবাড়ি থানার পুলিশ গাড়ি থামিয়ে নাকা তল্লাশি চালাচ্ছিল৷ ওই ব্যবসায়ীর গাড়িতে তল্লাশি চালাতে গিয়েই বিপুল পরিমাণ নগদ চোখে পড়ে পুলিশকর্মীদের৷ সঙ্গে সঙ্গে ওই ব্যবসায়ীকে গাড়ি থেকে নামিয়ে জিজ্ঞাসাবাদ শুরু হয়৷
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই ব্যবসায়ী দাবি করেন, ডালহৌসি চত্বরে একটি ব্যাঙ্কে জমা দেওয়ার জন্য টাকা নিয়ে যাচ্ছিলেন তিনি৷ কিন্তু নিজের দাবির স্বপক্ষে প্রয়োজনীয় কোনও নথি দেখাতে পারেননি তিনি৷ এর পরেই ওই ব্যবসায়ীকে আটক করে আয়কর দফতরে খবর দেয় পুলিশ৷ পরবর্তী সময়ে ওই ব্যবসায়ীকে আয়কর দফতরের আধিকারিকদের হাতে তুলে দেওয়া হয়৷ শেষ খবর পাওয়া পর্যন্ত, আয়কর ভবনেই ওই ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে৷