আরজি কর কাণ্ডের জেরে তোলপাড় গোটা দেশ তোলপাড়। কর্মক্ষেত্রে মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করার দাবি জোরাল ভাবে উঠেছে। এমন পরিস্থিতিতে প্রেমপত্রও ভয়ের কারণ হয়ে দাঁড়াচ্ছে মহিল স্বাস্থ্যকর্মীদের কাছে।
আরও পড়ুন: এক দেশ, এক ভোটের প্রস্তাবে ছাড়পত্র কেন্দ্রীয় মন্ত্রিসভার, শীতকালীন অধিবেশনেই বিল পেশ?
ইএসআই হসপিটালের এক সিনিয়র নার্সের অভিযোগ, ‘সোমবার নাইট ডিউটি করছিলেন একজন জুনিয়র নার্স।সারারাত ডিউটি করার পর পরের দিন সকালবেলা যখন তিনি চেঞ্জিং রুমে যান তখনই তিনি দেখেন মেঝের উপরে একটি কাগজ পড়ে রয়েছে। কাগজটি খুলে তিনি দেখেন সেটি আসলে প্রেমপত্র।’
advertisement
ওই চিরকুটে আরও লেখ ছিল, ‘আমার নাম……, আমি তোমাকে খুব ভালোবাসি। প্রথম দেখাতেই তোমাকে ভালোবেসে ফেলেছি। আই লাভ ইউ…’। একই সঙ্গে প্রেমপত্রের প্রেরক লিখেছেন, প্রস্তাবে রাজি থাকলে তাঁকে এসএমএস করতে। যদিও সেই প্রেমপত্র কাকে উদ্দেশ্য করে লেখা হয়েছে, তা স্পষ্ট ভাবে উল্লেখ ছিল না।
এরপরেই ওই জুনিয়র নার্স বিষয়টি সিনিয়র ডাক্তার ও নার্সদের জানান। এর পর খোঁজখবর নিয়ে ওই যুবককে হাতেনাতে ধরে ফেলেন নার্সরাই। খবর দেওয়া হয় মহেশতলা থানায়। পুলিশ এসে ওই যুবককে আটক করে নিয়ে যায়।
এই ঘটনায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন থেকে যাচ্ছে বলে অভিযোগ বজবজ ইএসআই হসপিটালে কর্মরত নার্সরা। প্রেমপত্র দেওয়ায় পুলিশ ধরে নিয়ে যাবে, ভাবতেও পারেননি ওই যুবক।