TRENDING:

চোখ জ্বলছে, কুলপিতে বাথরুমের মধ্যে উঁকি দিচ্ছে ও কে? শোরগোল এলাকায়

Last Updated:

কুলপির কেওড়াতলার বাজারবেরিয়ায় এক ব‍্যক্তির বাথরুমের মধ‍্যে দেখা গেল অদ্ভুত এক প্রাণী

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কুলপি: কুলপির কেওড়াতলার বাজারবেরিয়ায় এক ব‍্যক্তির বাথরুমের মধ‍্যে দেখা গেল এক অদ্ভুত প্রাণী। ছাইরঙের প্রাণীটির লেজ প্রায় ১ ফুট লম্বা। চোখদুটি জ্বলজ্বল করছিল সে-সময়, দেখেই ভয়ে বাথরুমের দরজা বন্ধ করে দেন বাড়ির মালিক গৌতম পণ্ডিত। খবর দেন পাড়া-প্রতিবেশীদের। উৎসাহী জনতা ভিড় জমাতে থাকেন গৌতম পণ্ডিতের  বাড়ির সামনে। প্রথমে সেটি কী প্রাণী, তা বুঝে উঠতে পারেননি কেউ-ই। উৎসাহী জনতার মধ‍্য থেকে অনেকেই সেটিকে মাছ খাওয়ানোর চেষ্টা করে। তবে প্রাণীটি মাছ খায়নি। এরপর স্থানীয় সিভিক ভল্যান্টিয়ার কৃষ্ণ গোপাল পণ্ডিত খবর দেন থানায়, সেখান থেকে খবর দেওয়া হয় ডায়মন্ড হারবার বনদফতরের রেঞ্জ অফিসে।
গন্ধগোকুল
গন্ধগোকুল
advertisement

খবর পাওয়ার পর ডায়মন্ড হারবার বনদফতরের কর্মীরা এসে প্রাণীটিকে উদ্ধার করে নিয়ে যায়। পরে যানা যায় প্রাণীটি গন্ধগোকুল। এটি একটি বিরল প্রজাতির নিশাচর প্রাণী, মূলত ফল খেয়ে থাকে। তবে কখনও কখনও ডিম, মুরগির বাচ্চা, ইঁদুর ধরে খায়। বনদফতরের লোকজন নিয়ে যাওয়ার পর প্রাণীটির স্বাস্থ্য পরীক্ষা হবে বলে যানা গিয়েছে। এরপর তাকে গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হবে। আপতত তাকে পর্যবেক্ষণে রাখা হবে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
মিনি ফুটবল টুর্নামেন্টে বড়সড় পুরস্কার! চার চাকা গাড়ি, বুলেট বাইক কী নেই..!
আরও দেখুন

নবাব মল্লিক

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
চোখ জ্বলছে, কুলপিতে বাথরুমের মধ্যে উঁকি দিচ্ছে ও কে? শোরগোল এলাকায়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল