আরও পড়ুন: কংগ্রেস, বিজেপির প্রতীকের ছাপমারা গোছা গোছা ব্যালট উদ্ধার বাদুড়িয়ায়
গত মঙ্গলবার সকালে বাজার করতে বেরিয়েও চাঁদ বাউরি বাড়ি না ফেরায় চিন্তিত হয়ে পড়েন পরিজনরা। বেলা গড়িয়ে বিকেল হলেও তিনি না আসায় শুরু হয় খোঁজাখুঁজি। কিন্তু কোথা থেকেও সন্ধান না মেলায় এরপর বুদবুদ থানায় নিখোঁজ ডায়েরি করেন পরিবারের সদস্যরা। যদিও পুলিশও গত এক সপ্তাহে তাঁর সন্ধান পায়নি। তবে এদিন ওই নিখোঁজ ব্যক্তির দেহ উদ্ধার হলে চাঞ্চল্য পড়ে যায় এলাকায়।
advertisement
বুদবুদ থানার পোতনা গ্রামে বাড়ি চাঁদ বাউরির। নিয়মিত বাজার করার জন্য সকালে তিনি স্থানীয় বুদবুদ বাজার যেতেন। গত ১১ জুলাই তেমনই বেরিয়েছিলেন। এক সপ্তাহ পর বুদবুদের বাইপাস সংলগ্ন এলাকা থেকে তাঁর দেহ উদ্ধার হল। এদিকে পঞ্চায়েত ভোটের গণনার দিন চাঁদ বাউরি নিখোঁজ হলেও তিনি কোনও রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলেন না বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
নয়ন ঘোষ





