পুলিশের দাবি, অটো ও টোটো চালকদের মধ্যে ইতিমধ্যেই দারুণ সাড়া মিলেছে। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে কিংবা যাত্রী পরিষেবা দেওয়ার ফাঁকে-ফাঁকে অবসর পেলেই তাসের বদলে হাতে উঠছে এই লুডোর চাল। খেলার ছলেই গুরুত্বপূর্ণ নির্দেশিকা ও পথ নিরাপত্তার বার্তা পৌঁছে দেওয়াই এর মূল উদ্দেশ্য। লুডো বোর্ডেই ছাপানো রয়েছে টোটো ও অটো চালকদের জন্য বিশেষ নির্দেশাবলী- ওভারটেকিং নিয়ম, সিগন্যাল মেনে চলা, যাত্রী বহনে সতর্কতা-সহ নানা দিক। সেই নির্দেশ মেনে চলার কথাই জানানো হচ্ছে পুলিশের তরফে। এদিন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের উদ্যোগে বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে দাঁড়িয়ে ট্রাফিক পুলিশ অটো ও টোটো চালকদের হাতে তুলে দেন এই নিরাপত্তা লুডো। লুডো হাতে পেয়ে খুশি চালকরাও। তাঁদের কথায়, খেলার পাশাপাশি সঠিক নিয়মও জানা যাবে। পুলিশের এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। পথ নিরাপত্তা বাড়াতে খেলাকে ব্যবহার করার এই অভিনব ভাবনা সাধারণ মানুষ ও চালকদের মধ্যে সচেতনতা গড়ে তুলতে কতটা কার্যকর হয়, এখন সেটাই দেখার।
advertisement