স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এলাকার বাসিন্দা সমীর দাস ও রীনা দাসের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। কয়েক মিনিটের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে পাশাপাশি দু’টি বাড়িতেই। মুহূর্তেই সব শেষ। চোখের সামনে ছাই হয়ে যায় সর্বস্ব।
advertisement
প্রতিবেশীরা আতঙ্কের মধ্যেও সাহসিকতার সঙ্গে আগুন নেভানোর চেষ্টা শুরু করেন। খাল থেকে জল তুলে এনে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে ঘটনাস্থলে পৌঁছয় দমকল বাহিনীর একটি ইঞ্জিন। বীজপুর থানার পুলিশ ও বিদ্যুৎ দফতরের কর্মীরাও ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি সামলায়।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে উপস্থিত হন স্থানীয় কাউন্সিলর সোনালী সিংহ রায়। তিনি ক্ষতিগ্রস্ত দুই পরিবারকে সাহায্যের হাত বাড়িয়ে দেন এবং প্রশাসনিক সহায়তার আশ্বাস দেন। এদিনের আগুন লাগার ঘটনায় সৌভাগ্যবশত কোনও প্রাণহানির ঘটনা ঘটেনি। তবে দুই পরিবার প্রায় সর্বস্ব হারিয়ে এখন নিঃস্ব।
