TRENDING:

ছেলের জন্য নতুন ঘর তৈরি করাচ্ছিলেন বাবা..., বাংলার চিকিৎসক পড়ুয়ার উত্তরপ্রদেশে মর্মান্তিক মৃত্যু, ঘরে আর ফেরা হল না অর্ণবের!

Last Updated:

North 24 Pargana News: উত্তরপ্রদেশে ভয়াবহ পথ দুর্ঘটনায় প্রাণ হারাল বাংলার চিকিৎসক পড়ুয়া, শোকে পাথর বেলঘড়িয়া

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
উত্তর ২৪ পরগনা: উত্তর প্রদেশে ভয়াবহ পথ দুর্ঘটনা প্রাণ হারালেন বাংলার চিকিৎসক পড়ুয়া। বেলঘরিয়ার বাড়িতে খবর আসতেই কান্নায় ভেঙে পড়েছে গোটা পরিবার। উত্তর প্রদেশের আমরোহার কাছে জাতীয় সড়ক ৯-এ ঘটে এই মর্মান্তিক পথ দুর্ঘটনা।
মৃত চিকিৎসক পড়ুয়া
মৃত চিকিৎসক পড়ুয়া
advertisement

মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে কাজ শেষে ফেরার পথে উল্টে যায় ওই চিকিৎসক পড়ুয়াদের নিয়ে আসা গাড়ি। তখনই গাড়িটি ডাম্পারে ধাক্কা মারে বলেও জানা গিয়েছে। গাড়িটিতে চারজন চিকিৎসক পড়ুয়া ছিলেন। ঘটনাস্থলেই মৃত্যু হয় চারজনের। তাঁদের মধ্যেই একজনের বাড়ি বেলঘড়িয়ার পূব পাড়ায়।

আরও পড়ুন: একজন LPG ডিলার প্রতি মাসে কত লাখ টাকা ‘আয়’ করেন জানেন…? চমকে দেবে ‘অঙ্ক’, জানুন কী ভাবে নেবেন ‘ডিলারশিপ’!

advertisement

মৃত চিকিৎসক পড়ুয়ার নাম অর্ণব চক্রবর্তী। আগামী বছরই ইন্টার্নশিপ শেষ হওয়ার কথা ছিল অর্ণবের। উত্তর প্রদেশের ওই মেডিক্যাল কলেজেই ইন্টার্ন চিকিৎসক হিসেবে কাজ করছিলেন তিনি। পরিবার সূত্রে জানা গিয়েছে, পড়াশোনা শেষে কলকাতায় ফিরে আসার প্রস্তুতি নিচ্ছিলেন অর্ণব।

View More

আরও পড়ুন: উইপোকার বংশ মুহূর্তে হবে নির্বংশ…! পেস্ট কন্ট্রোল লাগবে না, এক পাউডারেই জব্দ, তুড়িতে তাড়ান শত্রুদের, শিখে নিন টোটকা!

advertisement

ধীরে ধীরে বইপত্র, দরকারি জিনিসপত্র পাঠিয়েও দিচ্ছিলেন বাড়িতে। ছেলের জন্য নতুন ঘরও তৈরি করাচ্ছিলেন বাবা অরুণ চক্রবর্তী- স্বপ্ন ছিল, চিকিৎসা জীবন শুরু করার পর ছেলেকে স্থায়ীভাবে বাড়িতে পাবে পরিবার। কিন্তু সেই স্বপ্নই মুহূর্তে ভেঙে চুরমার করে দেয় ভয়াবহ এই দুর্ঘটনা।

খবর পাওয়া মাত্রই বাকরুদ্ধ হয়ে যান পরিবার-পরিজনেরা। শোকের ছায়া নেমে এসেছে বেলঘড়িয়ার পূব পাড়ায়। তরতাজা প্রাণ অর্ণবের, এমন অকাল মৃত্যুকে কেউই মেনে নিতে পারছেন না। প্রতিবেশীরা জানিয়েছেন, ছেলেটি পড়াশোনায় ভীষণ ভাল ছিল। একেবারে শান্ত স্বভাবের। এমন খবর বিশ্বাস করা কঠিন। দুর্ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে উত্তর প্রদেশ পুলিশ। দেহ ফিরিয়ে আনার জন্য পরিবারের তরফে রওনা দিয়েছেন পরিজনেরা।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
'লক্ষ্মী এল ঘরে', দ্বিতীয় কন্যা সন্তানের আনন্দে যা করল পরিবার, অনন্য ঘটনার সাক্ষী বেলদা
আরও দেখুন

উত্তর নারায়ণ রায়

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
ছেলের জন্য নতুন ঘর তৈরি করাচ্ছিলেন বাবা..., বাংলার চিকিৎসক পড়ুয়ার উত্তরপ্রদেশে মর্মান্তিক মৃত্যু, ঘরে আর ফেরা হল না অর্ণবের!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল