আরও একাধিক বন্দে ভারত ট্রেন চালু করছে রেল। পিটিআই সূত্রে খবর, মোট তিনটি রুটে চলবে এই দ্রুতগামী ট্রেন। আগামী ১৫ সেপ্টেম্বর থেকে এই ট্রেন চলবে বলে জানা গিয়েছে। প্রধানমন্ত্রী এই ট্রেনগুলির উদ্বোধন করবেন। আগামী রবিবার চালু হবে ৬ টি নয়া বন্দে ভারতের যাত্রা। এমনটাই জানা গিয়েছে।
advertisement
বাংলায় প্রথম বন্দে ভারত চালু হয় হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি রুটে। এই ট্রেনের ফলে খুব সহজে কম সময়ে উত্তরবঙ্গে যাওয়া যায়। পাশাপাশি হাওড়া-পুরী বন্দে ভারত এক্সপ্রেস, হাওড়া-পাটনা বন্দে ভারত এক্সপ্রেস, হাওড়া-রাঁচি বন্দে ভারত এক্সপ্রেস, নিউ জলপাইগুড়ি-গুয়াহাটি বন্দে ভারত এক্সপ্রেস, নিউ জলপাইগুড়ি-পাটনা বন্দে ভারত এক্সপ্রেস ইতিমধ্যেই ছুটছে বাংলায়।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 12, 2024 3:57 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Vande Bharat: হাওড়া থেকে ছুটবে আরও দু'টি বন্দে ভারত! পুজোর আগে বড় সুখবর, কয়েক ঘণ্টায় পৌঁছে যাবেন কোন পড়শি রাজ্যে?