‘আগে এলে আগে পাবে’, এই পদ্ধতিতে মিলবে বিবাহ, অন্নপ্রাশন, উপনয়ন সহ বিভিন্ন সামাজিক অনুষ্ঠান আয়োজনের জন্য ঝাঁ চকচকে কমিউনিটি হল। দীর্ঘ দিনের দাবি পূরণ ও বাঁকুড়া জেলা পরিষদের উদ্যোগে কমিউনিটি হল পেয়ে খুশি এলাকার মানুষ।
advertisement
গত পঞ্চায়েত নির্বাচনের ভোট প্রচারে এসে এলাকার মানুষের কাছে সমস্যার কথা শুনেছিলেন। জেলা পরিষদের অনেকটা জায়গাও পড়েছিল। এরপরেই শুরু হয়ে যায় কাজ। পঞ্চম বর্ষ কমিশনের অর্থে প্রায় ৬০ লক্ষ টাকা খরচে ছাতনার খড়বনা ঘোষেরগ্রাম পঞ্চায়েতের দুমদুমি মৌজায় জেলা পরিষদের নিজস্ব জমিতে এই কমিউনিটি হল তৈরি করা হয়েছে।
এবার থেকে এলাকার সাধারণ মানুষ নামমাত্র খরচে যে কোনও সামাজিক অনুষ্ঠানের জন্য এই কমিউনটি হল ব্যবহার করতে পারবেন। নবনির্মিত ওই হলের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হয়ে সেই কথাই তুলে ধরলেন জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ বিশ্বরুপা সেনগুপ্ত ও বাঁকুড়া জেলা পরিষদের সভাধিপতি অনসূয়া রায়। এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহ সভাধিপতি পরিতোষ কিস্কু, ছাতনার বিডিও সৌরভ ধল্ল, ছাতনা পঞ্চায়েত সমিতির সভাপতি বঙ্কিম মিশ্র, ঘোষেরগ্রাম পঞ্চায়েতের প্রধান শান্তনু কুন্ডু সহ অন্যান্যরা। খুশি এলাকার আপামর জনগণ।
