এর পরই ফের নতুন করে উত্তপ্ত হয়ে ওঠে ভাঙড়৷ মনোনয়ন জমাকে কেন্দ্র করে সংঘর্ষে বৃহস্পতিবারই ভাঙড়ে তিন জনের মৃত্যুর ঘটনাও ঘটেছে৷ এ দিন সেই ভাঙড়ে গিয়ে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি দাবি করলেন, মুখ্যমন্ত্রী তাঁর সঙ্গে আলোচনায় বসলে শান্ত হত ভাঙড়৷ এড়ানো যেত প্রাণহানি৷
আরও পড়ুন: পঞ্চায়েতে কেন্দ্রীয় বাহিনী নিয়ে জল গড়াচ্ছে সুপ্রিম কোর্টে! মামলা করছে কমিশন
advertisement
যদিও এ দিন নামখানায় অশান্তির জন্য সরাসরি বিরোধীদের দিকেই আঙুল তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ নওশাদ সিদ্দিকির নাম না করেই বিজেপি, বামেদের সঙ্গে আইএসএফ-এর আঁতাঁতের অভিযোগও তুলেছেন তৃণমূলনেত্রী৷
এ দিনই ভাঙড়ের অশান্তিতে নিহত আইএসএফ কর্মীর বাড়িতে যান নওশাদ সিদ্দিকি৷ সেখানেই তিনি বলেন, ‘মুখ্যমন্ত্রী সুব্রহ্মণ্যম স্বামীকে নবান্নে ডেকে এনে মিটিং করেন৷ অথচ আমার সঙ্গে দেখা করার সময় হয় না৷ মুখ্যমন্ত্রী যদি সেদিন আমার সঙ্গে ূবসে আলোচনা করতেন, তাহলে পরিস্থিতি শান্ত হলেও হতে পারত৷’
এ দিন ভাঙড়ে গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস৷ তার জন্য রাজ্যপালকে ধন্যবাদও জানিয়েছেন আইএসএফ বিধায়ক৷