তিনি বলেন অসুস্থ অবস্থায় নৈহাটি প্ল্যাটফর্মে পড়ে থাকা এক অজ্ঞাত পরিচয় অশীতিপর বৃদ্ধকে হাসপাতালে না পাঠিয়ে তুলে দেওয়া হয় চলন্ত ট্রেনে। এমনটাই চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে নৈহাটি জি আর পি থানার বিরুদ্ধে। এ বিষয়ে সোমবার নৈহাটি জিআরপি থানার পুলিশের কাছে অজ্ঞাত পরিচয় ঐ ব্যক্তির কথা জানতে চান নৈহাটি পৌরসভার পৌর প্রধান অশোক চট্টোপাধ্যায়।
advertisement
আরও পড়ুন – World Cup 2023: সেরার মধ্যে থেকে বেছে নিতে হবে সেরা, বিশ্বকাপের টিম ইলেভেন তৈরি শুরু
কিন্তু নৈহাটি জিআরপি থানার পুলিশ আধিকারিক তাঁর কোনও সদর্থক জবাব দিতে পারেননি। আর এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। এই ঘটনায় নৈহাটি জিআরপি থানার পুলিশের চরম অমানবিকতার পরিচয় দিয়েছে বলে জানালেন নৈহাটি পৌরসভার পৌর প্রধান অশোক চট্টোপাধ্যায়। পৌর প্রধান অশোক বাবু বলেন বিষয়টা নিয়ে তিনি রেলের উচ্চ অধিকারিকদের জানাবেন। মুমূর্ষ রোগীটি কোথায় আছে তাঁর খোঁজখবর নেওয়ার চেষ্টা করছেন তিনি৷ পাশাপাশি পৌর প্রধান জানিয়েছেন যদি তিনি বেঁচে থাকেন তাঁর চিকিৎসার ব্যবস্থা করা হবে।