সম্প্রতি জগত বিখ্যাত শান্তিপুরের রাসের সময়ও আফসানা, ভিডিও কল করে দেখায় নন্দিতাকে। এরপরেই চলতি মাসের ৩ তারিখে বিকাল পাঁচটা নাগাদ টিউশন পড়তে যাওয়ার নামে বাড়ি থেকে বেরিয়ে নিরুদ্দেশ হয় সে। তার কাছে থাকা মোবাইলের শেষ লোকেশন বেনারস বলে জানা গিয়েছে পরিবার সূত্রে। যদিও বর্তমানে সেই মোবাইল বন্ধ রয়েছে। নিরুদ্দেশ হওয়ার দিন আফসানার পরনে ছিল হলুদ রঙের চুড়িদার, গ্রে রঙের হাফকট এবং কালো প্যান্ট। ২৪ ঘন্টা বাদে পরিবারের পক্ষ থেকে শান্তিপুর থানায় একটি নিখোঁজ ডায়েরি করা হয় সমস্ত বিষয় জানিয়ে, যদিও এরপর থেকে কোনও সুরাহা এখনও মেলেনি।
advertisement
আরও পড়ুন: সর্বনাশ! অশোকনগরে কয়েক ফুটের দূরত্বে বদলে যাচ্ছে সময়! আসল ঘটনা জানলে পিলে চমকে যাবে
পরিবারের দাবি পুলিশ প্রশাসন বেনারসে খোঁজ তল্লাশি চালালে উদ্ধার হবে তার মেয়ে। কাজের প্রলোভনে কিংবা অন্য কোনও খারাপ উদ্দেশেনন্দিতা ফুসলিয়ে নিয়ে গেছে তাদের মেয়েকে। তবে সামাজিক মাধ্যমে নন্দিতার মা আইলা বিবি সকলের কাছে অনুরোধ জানিয়েছেন নন্দিতা কিংবা আফসানার ছবি দেখে তারা নিকটবর্তী পুলিশ প্রশাসনকে জানাক।
যদিও এ বিষয়ে ক্রীড়া জগতের মানুষজনের কাছে তাদের পরিবারের কাতর প্রার্থনা নন্দিতা যেহেতু খেলার সঙ্গে যুক্ত আছে এমনকি কোনও একটি বহুজাতিক সংস্থার বিজ্ঞাপনের মডেলের সঙ্গেও তার ছবি দেখা গেছে তাই নন্দিতাকে খুঁজে পাওয়া খুব সহজ আর তাকে খুঁজে পেলেই উদ্ধার হবে আফসানা। আফসানার বাবা পেশায় দিনমজুর, তবে দেশের বাইরে মালয়েশিয়ায় কাজ করেন তিনি। এই ঘটনার পরিপ্রেক্ষিতে তিনি এবং তার পরিবার ভেঙে পড়েছেন।
—- Mainak Debnath