নবান্ন অভিযানকে কেন্দ্র করে সকাল থেকেই উত্তপ্ত হয়ে ওঠে হাওড়া-সাঁতরাগাছি চত্বর। সেই বিক্ষোভের আঁচ দেখা পূর্ব মেদিনীপুরের তমলুকেও। অবরোধের জেরে ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে ব্যস্ততম রাস্তা তমলুক হলদিয়া মেছেদা রাজ্য সড়কে।
advertisement
ইতিমধ্যেই নবান্ন অভিযানে সাধারণ মানুষের উপর পুলিশের লাঠিচার্জ এবং বলপ্রয়োগের প্রতিবাদে এই বনধের ডাক দিয়েছে বিজেপি। এ দিন নবান্ন অভিযানের পর এই ঘোষণা করেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।
আরও পড়ুন: কলে ভাল করে শুনতে পান না, স্মার্টফোনের স্পিকার ঠিকমতো কাজ করে না? সহজ টিপস্ মেনে সারিয়ে ফেলুন
বুধবার ১২ ঘণ্টার বাংলা বনধের ডাক দিয়েছে বিজেপি৷ সকাল ৬টা থেকে সন্ধে ৬টা পর্যন্ত এই বনধের ডাক দেওয়া হয়েছে৷ বিজেপি রাজ্য সভাপতি বলেন, ‘এই বনধকে সর্বাত্মক করুন৷ স্বেচ্ছাচারী সরকারের হাত থেকে বাংলাকে মুক্ত করুন৷ মানুষ স্বাধীনভাবে মতপ্রকাশ করতে পারছেন না৷ এর প্রতিবাদ করতে, বাংলায় গণতন্ত্রকে প্রতিষ্ঠা করতে, আগামিকালের বনধকে সবাই সফল করুন৷’