পরিবার ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জঙ্গিপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সইদুল আনসারী নিজের বাড়িতেই একটি ছোট মুদিখানার দোকান চালাতেন। পাশাপাশি ওই দোকানেই তেলেভাজা বিক্রি করে কোনও রকমে সংসার চলতেন। বুধবার সন্ধ্যায় প্রতিদিনের মতো দোকানে বসে তেলেভাজা বিক্রি করার সময় হঠাৎ গ্যাস সিলিন্ডার থেকে আগুন বেরোতে শুরু করে। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে দোকান জুড়ে।
advertisement
এই অগ্নিকাণ্ডের জেরে দোকানে থাকা সমস্ত মুদি সামগ্রী, তেলেভাজার উপকরণ-সহ যাবতীয় জিনিসপত্র পুড়ে ছাই হয়ে যায়। স্থানীয়দের তৎপরতায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হলেও দোকানটি সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়।
স্থানীয়দের আরও দাবি, কয়েকদিন আগে সইদুল আনসারীর ব্রেন স্ট্রোক হয়। অসুস্থতার কারণে বাইরে কাজ করতে না পারায় বাড়িতেই এই মুদিখানার দোকান খুলে সংসার চালাচ্ছিলেন তিনি। অগ্নিকাণ্ডে সবকিছু নষ্ট হয়ে যাওয়ায় কার্যত সর্বস্বান্ত হয়ে পড়েছে পরিবারটি।
ঘটনার জেরে সলুর মোড় সংলগ্ন এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়ে জঙ্গিপুর পুলিশ ফাঁড়ির পুলিশ এবং দমকলের একটি ইঞ্জিন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। পরিবারের দাবি প্রায় লক্ষাধিক টাকার মুদি সামগ্রী পুড়ে ছাই হয়ে গিয়েছে। যদিও ঘটনায় হতাহতের কোন খবর নেই। এদিকে ক্ষতিগ্রস্ত পরিবার প্রশাসনের কাছে সরকারি সহায়তার আবেদন জানিয়েছে।
