মুর্শিদাবাদ জেলার বিভিন্ন জায়গায় কালবৈশাখী ঝড়-সহ প্রবল বৃষ্টি শুরু হয়। সেই সঙ্গে চলে শিলাবৃষ্টি। শিলাবৃষ্টির শিলার দাপটে জমিতেই নষ্ট হয়ে যায় সমস্ত ধান। কাঁচা ধান, পাট, তিল-সহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। ক্ষতির মুখে ধান চাষিরা। বিঘা প্রতি জমিতে ধান চাষে খরচ প্রায় হাজার পাঁচেক টাকা। কেউ চড়া সুদে ঋণ নিয়ে আবার কেউ সোনা বন্ধক রেখে লাভের আশায় ধান চাষ করেছিলেন। যেটুকু ধান পড়ে রয়েছে, তা ঝাড়াই করতেই অনেক বেশি খরচ হয়ে যাবে। পাকা ধান তোলার ঠিক আগেই শিলাবৃষ্টিতে ফসল নষ্ট হয়ে যাওয়ায় কপালে চিন্তার ভাঁজ ক্ষতিগ্রন্থ চাষিদের।
advertisement
আরও পড়ুন: নেতাজির ফাইল প্রকাশ, আরও অনেককিছু! গুচ্ছেক দাবি নিয়ে পায়ে হেঁটে বজবজ থেকে কোহিমা পদযাত্রা ৩ যুবকের
কৃষকদের কথায়, এইরকম শিলাবৃষ্টি তারা আগে কখনও দেখেন নি। জমির সব ফসল নষ্ট করে দিল। ধারদেনা করে চাষ করেছিলেন। কি করে ঋণ শোধ করবেন তা বুঝতে পারছেন না। তারা চাইছেন সরকার সাহায্য করুক।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
আরও এক ক্ষতিগ্রস্থ চাষি শাওয়াল শেখের কথায়, “পাকা ধান তোলার ঠিক আগেই সব ধান শিলাবৃষ্টিতে নষ্ট হয়ে গেল। যেটুকু ধান পড়ে আছে তা ঝাড়াই করতেই অনেক খরচ পড়ে যাবে। এই অবস্থায় সরকার আমাদের পাশে না দাঁড়ালে খুব সমস্যায় পড়ব।” জেলার কৃষি আধিকারিক বলেন, “শিলাবৃষ্টিতে সব ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। সমস্ত ক্ষয়ক্ষতি খতিয়ে দেখে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।”
কৌশিক অধিকারী





