পুলিশ সূত্রে খবর, মৃত যুবক বছর ২১ এর মনোজিৎ মাহাত। বাড়ি রাইপুর ব্লকের শ্যামসুন্দরপুর অঞ্চলে। মনোজিৎ রাইপুর পলিটেকনিক কলেজের ছাত্র। স্থানীয় সূত্রে জানা যায়, মনোজিৎ তাঁর মামাবাড়ি হলুদকানালিতে এসেছিলেন। সেখানকার কয়েকজন বন্ধুকে সঙ্গে নিয়ে তিনি মুকুটমণিপুর বেড়াতে যান।
advertisement
অভিযোগ, জলাধারের পাড়ের রাস্তা ধরে বাইক নিয়ে দ্রুত গতিতে স্টান্ট করছিল তারা। আচমকাই বাইকের উপর নিয়ন্ত্রণ হারিয়ে গিয়ে সজোরে ধাক্কা মারে রাস্তার ধারের ল্যাম্পপোস্টের পিলারে। ধাক্কার তীব্রতায় বাইক থেকে ছিটকে পড়ে রাস্তায় কয়েকবার গড়িয়ে যায় যুবকের শরীর। মাথা ও মুখে গুরুতর আঘাত লাগে তার। খবর পেয়ে গোড়াবাড়ি ফাঁড়ির পুলিশ রক্তাক্ত অবস্থায় দ্রুত তাঁকে উদ্ধার করে খাতড়া মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা পরীক্ষা করে মৃত্যু নিশ্চিত করেন। হঠাৎ এমন মৃত্যুর ঘটনায় গোটা পরিবারে নেমে এসেছে গভীর শোকের ছায়া।
