TRENDING:

হাত-মুখ বাঁধল দুষ্কৃতীরা, ধারালো অস্ত্র দিয়ে ভয় দেখিয়ে চলল দেদার লুঠপাঠ

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#বনগাঁ: মাঝ রাতে ঘরে ঢুকে পরিবারের সকলকে দড়ি দিয়ে বেধে ধারালো অস্ত্র ঠেকিয়ে ভয়াবহ ডাকাতি। আতঙ্কিত পরিবার। ঘটনাটি অশোকনগর থানার প্রফুল্লনগর এলাকার ঘটনা।
advertisement

আরও পড়ুন দিদিকে বলো অনুষ্ঠান সেরে ফেরার পথে উল্টে গেল গাড়ি, আহত বিধায়ক

সৌমেন মুখোপাধ্যায় ৬৪ অবসরপ্রাপ্ত সরকারী কর্মী৷ তাকে বেধে রাখা হল৷ শ্বাশুরি কনিকা মুখোপাধ্যায়কেও বেঁধে ধারালো অস্ত্র ঠেকিয়ে ওপরের ঘরে নিয়ে যাওয়া হয়৷ এই অবস্থায় ওপরে মহিলাকে ওপরে নিয়ে যাওয়া হয়৷ সেখানে গিয়ে ছেলেকে ডাকতে বাধ্য করে ডাকাত দল৷ এরপর ছেলে সৌরভ মুখোপাধ্যায়কে দড়ি দিয়ে বেঁধে প্রায় দুঘন্টা লুটপাট চালানো হয়। ডাকাতি করে পালানোর সময় চারজনকে বেধে রেখে চলে যায় তারা।

advertisement

আরও দেখুন

পাঁচ হাজার টাকা নগদ এবং সোনার গয়না লুঠ করা হয়েছে৷ সঙ্গে চারটে মোবাইল, লেপটপও নিয়ে গিয়েছে ডাকাত দল৷

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
হাত-মুখ বাঁধল দুষ্কৃতীরা, ধারালো অস্ত্র দিয়ে ভয় দেখিয়ে চলল দেদার লুঠপাঠ