মিড ডে মিলে একাধিকবার খাবারের গুণগত মান খারাপের জন্য সংবাদ শিরোনামে এসেছে, তবে এসবের থেকে একদম বিপরীত মাঝপুর প্রাথমিক বিদ্যালয়। সেখানে প্রতি মাসে স্কুলের বাচ্চাদের জন্মদিন পালন করা হয়। নভেম্বর মাসে যে কটি বাচ্চার জন্মদিন রয়েছে তাদেরকে একসঙ্গে স্কুলের মধ্যে দাঁড় করিয়ে কেক কাটানো থেকে আরম্ভ করে মিড ডে মিলে নিমন্ত্রণ বাড়ির মতো খাওয়া দাওয়ার আয়োজন করেছিলেন স্কুলের শিক্ষকরা। গোটা স্কুল কে ঠিক জন্মদিন বাড়ি যেমন হয় তেমনভাবে বেলুন দিয়ে সাজিয়েছিল স্কুলের বাচ্চারা। স্কুলের মধ্যেই কচিকাচাদের জন্মদিন উপলক্ষে উৎসবমুখর খানাকুলের মাজপুর প্রাথমিক বিদ্যালয়।
advertisement
এই বিষয়ে ওই স্কুলের প্রধান শিক্ষক দেবাশিস মুখোপাধ্যায় বলেন, বিগত ৯ বছর ধরে তারা স্কুলের মধ্যে প্রতি মাসে এই ধরনের জন্মদিনের আয়োজন করেন। যেখানে মাসের এই একটা দিনে বিশেষ খাওয়া-দাওয়াার আয়োজন করা হয় মিড ডে মিলে। একই সঙ্গে বাচ্চাদের একসঙ্গে কেক কাটা ও তাদেরকে জন্মদিনে গাছ উপহার দেওয়া হয়। এভাবেই স্কুলের ছোট ছোট বাচ্চাদের এক জায়গায় রাখা ও তাদেরকে একটু বাড়তি আনন্দ প্রদান করার জন্যই এই প্রয়াস।