সূত্রের খবর, জেরার সময় বার বারই আক্রমণাত্মক হয়ে উঠছে ধৃত হুমায়ুন৷ এমন কি পুলিশ অফিসারদেরও সে শারীরিক হেনস্থা করছে বলে অভিযোগ৷
পুলিশ সূত্রে খবর, গ্রেফতারির পর ইতিমধ্যেই বনগাঁ থানার লকআপের সিসিটিভি ভেঙে ফেলেছে হুমায়ুন৷ এমন কি, অপছন্দের কোনও পুলিশ অফিসার জেরা করতে এলেই তাঁদের উপরেও চড়াও হচ্ছে হুমায়ুন৷
অভিযোগ, ঘুষি মেরে এক পুলিশ অফিসারের চশমাও ভেঙে দিয়েছে সে৷ আরও এক অফিসারকেও ওই যুবক জখম করেছে বলে খবর৷ পায়েও চোট পেয়েছেন ওই তদন্তকারী অফিসার৷
advertisement
এতদিন বনগাঁ থানার হেফাজতেই ছিল হুমায়ুন৷ গ্রেফতারির পর প্রথম রাতেই এক পুলিশকর্মীর গায়ে তরকারি ছুড়ে মেরেছিল হুমায়ুন৷ আজই তাঁকে হাতে পাওয়ার কথা মেমারি থানার৷ ফলে হেফাজতে নেওয়ার পর হুমায়ুনের উপরে বিশেষ নজরদারি রাখার ভাবনা মেমারি থানার পুলিশ৷
গত বুধবার পূর্ব বর্ধমানের মেমারিতে বাড়ির সামনে থেকে এই দম্পতির গলার নলি কাটা দেহ উদ্ধার হয়৷ এই ঘটনায় বনগাঁ থেকে গ্রেফতার করা হয় ওই দম্পতির ছেলে হুমায়ুনকে৷ বাবা-মাকে খুন করার পর উত্তর চব্বিশ পরগণার বনগাঁয় এসে বেশ কয়েকজনের উপরে ছুরি দিয়ে হামলা চালায় সে৷ বনগাঁ থেকেই গ্রেফতার করা হয় হুমায়ুনকে৷