TRENDING:

মাধ্যমিকের মেধাতালিকায় জয়জয়কার বীরভূমের

Last Updated:

মেধাতালিকায় জয়জয়কার বীরভূম জেলা স্কুলের। প্রথম ১০ জনের মধ্যে ৪ জন পড়ুয়া এবছর মেধা তালিকায় স্থান করে নিয়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#বীরভূম: মেধাতালিকায় জয়জয়কার বীরভূম জেলা স্কুলের। প্রথম ১০ জনের মধ্যে ৪ জন পড়ুয়া এবছর মেধা তালিকায় স্থান করে নিয়েছে। চতুর্থ হয়েছে অগ্নিভ সাহা,  ষষ্ঠ হয়েছে দুজন অর্চিষ্মান সাহা এবং রাজিবুল ইসলাম এবং অরণি চ্যাটার্জী সপ্তম স্থান পেয়েছে। এছাড়া রামপুরহাট জে এল বিদ্যাভবন এর  সুরজিৎ চন্দ সপ্তম স্থান অধিকার করেছে এবং বক্কেশ্বর তাপবিদ্যুৎ স্কুলের বিনায়ক ঘোষ মেধা তালিকায় দশম স্থান অধিকার করেছে। গতবছর উচ্চ মাধ্যমিকের প্রথম স্থান দখল করেছিল বীরভূম জেলা স্কুলের এক পড়ুয়া।
advertisement

সাফল্যের এই ধারা বজায় রেখে এবার বীরভূম জেলায় স্কুলের চারজন পড়ুয়া মেধা তালিকায় স্থান করে নিয়েছে। এবছর বীরভূম জেলা স্কুল থেকে ৯৩ জন  পরীক্ষা দিয়েছিল। গত বছর রাজ্যের অন্যতম সেরা স্কুল হিসেবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে পুরস্কার পেয়েছিল বীরভূম জেলা স্কুল। বীরভূম জেলা স্কুলের প্রধান শিক্ষক চন্দন সাহা বলেন," সারা বছর ধরে ছাত্রদের বিশেষ নজরদারিতে পড়াশোনা করানো হয়। তার ফল হিসেবে এবছর মেধাতালিকায় চারজন স্থান দখল করেছে। যদিও আমাদের স্কুলের শিক্ষক সংখ্যা প্রয়োজনের থেকে প্রায় অর্ধেক। ৩৯ জন শিক্ষক প্রয়োজন হলেও এখন মাত্র ২২ জন শিক্ষক দিয়ে পড়ুয়াদের পঠন-পাঠন করানো হয়। শিক্ষা দপ্তর তথা রাজ্য সরকারের কাছে অনুরোধ শিক্ষক নিয়োগের বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করা হয় আমাদের মত স্কুলে। তাহলে ভবিষ্যতে আরও ভালো ফলাফল হবে আমাদের স্কুল থেকে"।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
​'শুভ বিজয়া' সন্দেশ স্পেশালে মন মজেছে জনতার! বর্ধমানের মিষ্টির দোকানে ভিড়
আরও দেখুন
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
মাধ্যমিকের মেধাতালিকায় জয়জয়কার বীরভূমের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল