সাফল্যের এই ধারা বজায় রেখে এবার বীরভূম জেলায় স্কুলের চারজন পড়ুয়া মেধা তালিকায় স্থান করে নিয়েছে। এবছর বীরভূম জেলা স্কুল থেকে ৯৩ জন পরীক্ষা দিয়েছিল। গত বছর রাজ্যের অন্যতম সেরা স্কুল হিসেবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে পুরস্কার পেয়েছিল বীরভূম জেলা স্কুল। বীরভূম জেলা স্কুলের প্রধান শিক্ষক চন্দন সাহা বলেন," সারা বছর ধরে ছাত্রদের বিশেষ নজরদারিতে পড়াশোনা করানো হয়। তার ফল হিসেবে এবছর মেধাতালিকায় চারজন স্থান দখল করেছে। যদিও আমাদের স্কুলের শিক্ষক সংখ্যা প্রয়োজনের থেকে প্রায় অর্ধেক। ৩৯ জন শিক্ষক প্রয়োজন হলেও এখন মাত্র ২২ জন শিক্ষক দিয়ে পড়ুয়াদের পঠন-পাঠন করানো হয়। শিক্ষা দপ্তর তথা রাজ্য সরকারের কাছে অনুরোধ শিক্ষক নিয়োগের বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করা হয় আমাদের মত স্কুলে। তাহলে ভবিষ্যতে আরও ভালো ফলাফল হবে আমাদের স্কুল থেকে"।
advertisement