TRENDING:

Nadia News: আমের হরিলুট! ৪০ টাকার আম বিক্রি হচ্ছে ৫ টাকায়, কিনতে হলে ছুটে যান এই জায়গায়

Last Updated:

আবহাওয়ার খামখেয়ালীতে লাভ তো দুরস্ত, খরচের টাকা উঠবে কিনা তাই নিয়েই চিন্তায় ভাঁজ নদিয়ার আম চাষিদের।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নদিয়া: মালদার পর এ রাজ্যে নদিয়ায় আম চাষির সংখ্যা সর্বাধিক। লক্ষ লক্ষ টাকা খরচ করে অনেকেই জমা নিয়েছে আম বাগান। তার ওপর বিভিন্ন ধরনের সার, ঔষধ, কীটনাশকের খরচ বেড়েছে দ্বিগুণ। তবে আবহাওয়ার খামখেয়ালীতে লাভ তো দুরস্ত, খরচের টাকা উঠবে কিনা তাই নিয়েই চিন্তায় ভাঁজ আম চাষিদের। গতকাল ঝড়ে গাছের অধিকাংশ আম মাটিতে পড়ে গেছে। নদিয়ার হাজার হাজার আম চাষি রয়েছে, যারা প্রতিবছর আম চাষ করেন। এর মধ্যে একাধিক আম চাষি কেউ ব্যাঙ্ক থেকে লোন নিয়ে কেউবা চড়া সুদে টাকা ধার করে মালিকের কাছ থেকে লক্ষ লক্ষ টাকার বিনিময়ে সেই আমবাগান জমা নিয়ে আম চাষ করে থাকেন।
advertisement

আমগাছের মুকুল আসার আগে থেকেই শুরু হয় খরচ। বর্তমান মাটি বায়ু দূষিত হওয়ার কারণে মূল্যবান বিভিন্ন কীটনাশক স্প্রে করতে হয় গাছে মুকুল আসার জন্য। এরপর মুকুল আসলে গাছে মধু লাগা থেকে শুরু করে বিভিন্ন প্রকার হাত থেকে বাঁচতে বিভিন্ন ওষুধের ব্যবহার করা হয় তাও অগ্নি মূল্য। আর এই সমস্ত কাজের জন্য দক্ষ শ্রমিক তো পাওয়াই যায়না তাই মোটা টাকা খরচ করে তাদের রাখতে হয় বাগানে। এরপর গাছে আমের গুটি আসলে সেই গুটি ধরে রাখায় নতুন করে চ্যালেঞ্জ থাকে আম চাষিদের মধ্যে। নতুন নামিদামি বিভিন্ন ব্যান্ডের ওষুধ প্রয়োগ করতে হয়। কিন্তু তার মধ্যে যদি বৃষ্টি না হয় সেই আমের গুটি টিকিয়ে রাখা কঠিন হয়ে দাঁড়ায় আম চাষিদের। আবহাওয়া যদি ঠিক থাকে তাহলে কম ওষুধেও ভাল ফলন হয়। কিন্তু আবহাওয়া যদি প্রতিকূল হয় সে ক্ষেত্রে বিভিন্ন ওষুধ প্রয়োগ করেও সঠিক উপকার পাওয়া যায় না। বর্তমানে সেই সমস্যাই ভুগছে আম চাষিরা। বিভিন্ন কীটনাশক ব্যবহার করেও আমের গুটি টেকাতে পারেনি চাষি। তার কারণ সঠিক সময়ে বৃষ্টির দেখা নেই।

advertisement

আরও পড়ুন: পেটের ছেলে এত নৃশংস! নদিয়ায় বৃদ্ধ দম্পতির উপর যা ঘটল, শুনলে লজ্জা পাবে আপনারও

তার ওপর দুদিন আগে আচমকা ঝড়ো হওয়া সর্বশ্রান্ত করে দিয়ে গেল চাষিদের। গাছের অধিকাংশ আম মাটিতেই পড়ে রইল। কোথাও আবার গাছের ডাল কিংবা গোটা আমগাছটাই ভেঙে পড়ল। তারা জানাচ্ছেন, এই সময়ে ৩০-৪০ টাকা কাঁচা আম গাছ থেকে ভেঙে বিক্রি করে থাকেন তারা। কিন্তু ঝড়ে পড়া আমের চাহিদা থাকে না কারণে, একই সঙ্গে হঠাৎ করে প্রচুর বাগান থেকে কুইন্টাল কুইন্টাল আম আমদানি হয় আড়তগুলোতে মাত্র ৫-১০ টাকা কেজিতে বিক্রি হতে পারে।

advertisement

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেক্ষেত্রে পরিবহন খরচ বাদ দিলে আর কিছুই থাকে না, তাই বাধ্য হয়েই জমি থেকে তিন চার টাকা কেজিতেই বিক্রি করে দিতে হয়। এ বছর গত বছরে তুলনায় আমের ফলন একটু বেশি ছিল। তার উপর ৪০ থেকে ৬০ শতাংশ গতকাল ঝড়ে পড়ে গেছে, আবারও ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাই আম পাকা পর্যন্ত গাছে কতগুলো আম থাকবে তা নিয়েই দুশ্চিন্তা তাদের। তবে প্রধান বিষয় হয়ে দাঁড়িয়েছে। নদিয়ার শান্তিপুর, চাপড়া, কৃষ্ণগঞ্জ থেকে শুরু করে একাধিক আম চাষিদের এখন চিন্তার ভাঁজ এই আবহাওয়া কারণে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
একটা ফোন, বাড়িতে পৌঁছে যাবে খোদ বর্ধমানের বিখ্যাত সীতাভোগ! বড় উদ্যোগ মিষ্টি দোকানের
আরও দেখুন

Mainak Debnath

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Nadia News: আমের হরিলুট! ৪০ টাকার আম বিক্রি হচ্ছে ৫ টাকায়, কিনতে হলে ছুটে যান এই জায়গায়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল