TRENDING:

ত্রিকোণ প্রেমের জেরে চলল গুলি, এক প্রেমিকের হাতে জখম অন্য প্রেমিক

Last Updated:

একজন তরুণীকেই ভালবাসেন দুই যুবক ৷ কেউই নিজেদের ভালবাসার ভাগ দিতে নারাজ ৷ ঝামেলার সূত্রপাত সেখান থেকেই ৷ অবশেষে সেই বিবাদ গিয়ে থামল গুলির লড়াইয়ে ৷ এক প্রেমিকের গুলিতে আহত হলেন অন্য প্রেমিক ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#দুর্গাপুর: একজন তরুণীকেই ভালবাসেন দুই যুবক ৷ কেউই নিজেদের ভালবাসার ভাগ দিতে নারাজ ৷ ঝামেলার সূত্রপাত সেখান থেকেই ৷ অবশেষে সেই বিবাদ গিয়ে থামল গুলির লড়াইয়ে ৷ এক প্রেমিকের গুলিতে আহত হলেন অন্য প্রেমিক ৷
advertisement

ঘটনাটি ঘটেছে দুর্গাপুরের লাউদোহার মাধাইপুরের। আহত প্রেমিক রামেশ্বরকে লাউদোহা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় ৷ সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাকে নিয়ে যাওয়া হয় দুর্গাপুরের বিবেকানন্দ হাসপাতালে । ঘটনাস্থলে আসে লাউদোহার ফরিদপুর থানার পুলিশ। ৷

পুলিশ সূত্রে খবর, মাধাইপুরে বাসিন্দা সুনীতা বিশ্বকর্মার সঙ্গে প্রণয়ের সম্পর্ক ছিল পান্ডবেশ্বরের বাসিন্দা পবন সিংয়ের । অপরদিকে সুনীতার প্রতি ওই এলাকারই বাসিন্দা রামেশ্বর মন্ডলেরও দুর্বলতা ছিল। রামেশ্বর পেশায় লটারী বিক্রেতা ৷

advertisement

সুনীতাকে নিয়ে রামেশ্বর আর পবনের ঠান্ডা লড়াই চলছিল দীর্ঘদিন ধরেই । শনিবার রাতে সেই লড়াই চলে আসে প্রকাশ্যে । রাত ৯টা নাগাদ পান্ডবেশ্বর থেকে পবন গাড়ি নিয়ে সুনীতার বাড়ির সামনে আসেন । সেই সময় সেখানে উপস্থিত ছিলেন রামেশ্বর । তাঁকে দেখতে পেয়েই উত্তেজিত হয়ে পড়েন পবন । পবন ও রামেশ্বরের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়ে যায় । কিছুক্ষণের মধ্যেই বিষয়টি অন্যদিকে মোড় নেয় ৷ পবন প্রথমে রামেশ্বরকে মারধর করে ৷ তাঁকে লক্ষ্য গুলিও চালিয়ে দেয় পবন । গুলি লাগে রামেশ্বরের কোমরে ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
টাকা খরচ করে রাজস্থান ছুটতে হবে না! বাংলায় বসেই দেখুন ঐতিহ্যবাহী শিশ মহল
আরও দেখুন

মাধাইপুরে তৃণমূল কার্যালয়ের সামনে কীভাবে এ রকম অপ্রীতিকর ঘটনা ঘটল তা জানতে তদন্তে নেমেছে ফরিদপুর থানার পুলিশ। ঘটনার পরে সুনীতা ও পবনকে আটক করেছে পুলিশ ।

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
ত্রিকোণ প্রেমের জেরে চলল গুলি, এক প্রেমিকের হাতে জখম অন্য প্রেমিক