ঘটনার পর রেল পুলিশ ঘটনাস্থলে এলে মৃতদেহকে শনাক্ত করা হয়। যদিও ওই মৃত দম্পতির শিশু পুত্রকে খুঁজে পাওয়া যায়নি। স্থানীয়দের অনুমান কুকুরে নিয়ে পালিয়েছে।
পুলিশ সুত্রে দাবি মৃত দু’জনের নাম বাচ্চু মুর্মু(৩২) ও মুখী মুর্মু(২৭)। বাড়ি দাঁতনের মনোহরপুরে। রবিবার সকালে যখন ধর্মতলা যাওয়ার জন্য ব্যস্ত সকলে,তখনই রেল লাইনের ধারে ছিন্ন বিছিন্ন দেহ দেখতে পান ট্রেন যাত্রীরা ।
advertisement
পরে জি আর পি কে জানানো হয় । দেহ উদ্ধারে চাঞ্চল্য ছড়ায় এলাকায় । প্রতিবেশীদের অনুমান পারিবারিক অশান্তি থেকে আত্মহত্যা। রেল পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। অপরদিকে মা বাবার সঙ্গে থাকা নিখোঁজ বাচ্চাটির ও খোঁজ চালাচ্ছে তারা । শুধুই কি পারিবারিক অশান্তি নাকি পিছনে রয়েছে বড় কোন রহস্য তদন্তে রেল পুলিশ।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 21, 2019 3:53 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
স্ত্রী-সন্তানকে নিয়ে ট্রেন লাইনে ঝাঁপ, পারিবারিক অশান্তি নাকি বড় কোন রহস্য ?