বাংলার ভোটার কার্ড সংশোধন প্রসঙ্গ তুলে কেন্দ্রকে তীব্র কটাক্ষ করে মমতার হুঙ্কার, “বাংলায় নাকি সব বাংলাদেশি থাকে। এখানে নাকি সব বাংলাদেশ হয়ে যাচ্ছে। কোথা থেকে হল?”
advertisement
“১৯৪৭ সালে দেশ স্বাধীন হওয়ার সময় আপনারা বাংলা, পঞ্জাব ভাগ করেছিলেন। পঞ্জাবেরও একটা দিকে পাকিস্তান আছে, তো কই সেটা তো বল না। আমাদের পাশে বাংলাদেশ আছে। এটা তো তোমরা করেছ। বাংলা ভাষা দ্বিতীয় বৃহত্তম ভাষা। অন্যান্য ভাষাকে আমরা সম্মান করি। তো বাংলা ভাষা বলব না কেন? ওরা বাংলাকে সহ্য করতেই পারে না। বাংলা দেখলে ওরা জ্বলে।”
আরও পড়ুন: হঠাৎ কুকুর কামড়ালে কী করবেন জানেন…? সঙ্গে সঙ্গে করুন এই ‘কাজ’, বলে দিলেন এক্সপার্ট
ভিনরাজ্যে বাঙালি পরিযায়ী শ্রমিকদের সঙ্গে দুর্ব্যবহার প্রসঙ্গে জোরালো সওয়াল করে মমতার চরম আক্রমণ, “বাংলার অবদানের কথা ভুলবেন না। বাংলার ইতিহাস মনে রাখুন। ১৯৭১ সালের ১লা মার্চ পর্যন্ত আপনারাই চুক্তি করেছিলেন যারা আসবে তারা দেশের নাগরিক। অনেক জায়গায় ভাষার এক এক উচ্চারণ। বাংলার কখনও মাথা নত হবে না। বাংলা গাইবে নতুন সুরে। বাংলাকে সন্মান জানিয়ে জয় বাংলা হাজার বার বলব।”