TRENDING:

Mamata Banerjee: ‘কারওর ভেড়ি জোর করে কেড়ে নেওয়া যাবে না’, সন্দেশখালি নিয়ে বার্তা মমতার

Last Updated:

Mamata Banerjee: ষষ্ঠ দফা লোকসভা নির্বাচনের আগে বসিরহাটের সভা থেকে ফের ঝাঁঝালো বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপিকে একের পর এক তীব্র আক্রমণ করে মমতার মন্তব্য, "সন্দেশখালির মা বোনদের জন্য বলব যা ঘটেছে, যেভাবে অপমান করা হয়েছে তাতে আমি মর্মিত,লজ্জিত।"

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বসিরহাট: ষষ্ঠ দফা লোকসভা নির্বাচনের আগে বসিরহাটের সভা থেকে ফের ঝাঁঝালো বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপিকে একের পর এক তীব্র আক্রমণ করে মমতার মন্তব্য, “সন্দেশখালির মা বোনদের জন্য বলব যা ঘটেছে, যেভাবে অপমান করা হয়েছে তাতে আমি মর্মিত,লজ্জিত। এই জিনিসগুলো বাইরে না আসলে জানা যেত না। বসিরহাটে হাজী নরুল যেদিন জিতবে আমি তারপর প্রথম ‘ভিজিট’ সন্দেশখালি যাব। আমি দেখতে যাব।”
মমতা বন্দ্যোপাধ্যায়৷ ফাইল ছবি
মমতা বন্দ্যোপাধ্যায়৷ ফাইল ছবি
advertisement

মমতা বলেন, “কদিন আগে শুনছি রাজবংশীদের মন্দিরে আঘাত হয়েছে। সবাইকে বলব ভোটের আগে বিজেপির প্ল্যান থেকে সন্দেশখালি বাতিল করে দিয়েছে। মা বোনেদেরই বাতিল করে দিয়েছে। এখন প্ল্যান বি ধর্মীয় হিংসা ছড়ানোর প্ল্যান চলছে।”

বসিরহাট থেকে তৃণমূল সুপ্রিমো আরও বলেন, “আমরা সুন্দরবন পুরো এলাকা নিয়ে মাস্টার প্ল্যান করছি। আপনাদের জেলা নতুন জেলা হবে। বারাসাত হেড কোয়ার্টার, অনেক কষ্ট হয়। সন্দেশখালির মা বোনদের অসন্মান করা হয়েছে। আর দেড় বছরের মধ্যে পানীয় জল সবার বাড়িতে বাড়িতে পৌঁছে যাবে।”

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
নদীর জলে ভেসে গেল গণ্ডার, প্রাণ বাঁচাতে যা করল..! হু হু করে ভাইরাল ভিডিও
আরও দেখুন

প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে মমতা বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী মহাশয় আপনি একজনকে ফোন করছেন আর টিভিতে দেখাচ্ছেন। সব শিখিয়ে দিচ্ছেন। আপনার আমলে সব থেকে বেশি মহিলার উপর অত্যাচার হয়েছে। আমাদের এখানে যে কোনও ঘটনা ঘটলেই সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিই। মাছের ভেড়ি নিয়ে পলিসি করছি। যার ভেড়ি সেই চাষ করবে। কারওর ভেড়ি জোর করে কেড়ে নেওয়া যাবে না। আর সরকারকে রেভিনিউ দিতে হবে।”

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Mamata Banerjee: ‘কারওর ভেড়ি জোর করে কেড়ে নেওয়া যাবে না’, সন্দেশখালি নিয়ে বার্তা মমতার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল