আরও পড়ুন– রাজ্যে শীতের আমেজে ভাটা পড়বে না, কুয়াশার সতর্কতা সর্বত্রই
কৃষ্ণনগর থেকেই আজ, বৃহস্পতিবার গ্রামে গ্রামে গ্রামীণ রাস্তার উদ্বোধন। পথশ্রী ৪ কর্মসূচির অধীনে গ্রামে গ্রামে ৯ হাজার কিলোমিটারেরও বেশি নয়া গ্রামীণ রাস্তার উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। কেএমডি-এর অধীনে ১১ হাজার কিলোমিটারেরও বেশি রাস্তার উদ্বোধন করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। একাধিক সরকারি পরিষেবা তুলে দেবেন মুখ্যমন্ত্রী। সরকারি পরিষেবা তুলে দেওয়ার পাশাপাশি আরেকটি মঞ্চে রাজনৈতিক সভাও করবেন মমতা বন্দ্যোপাধ্যায়।
advertisement
এদিকে রাজ্যে বিধানসভার ভোট প্রস্তুতিতে বৈঠক হবে। আজ, বৃহস্পতিবার বৈঠক করবেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল। মোট ২৫টি এজেন্সিকে নিয়ে বৈঠক করবেন সিইও। রাজ্য পুলিশের ডিজি, কলকাতা পুলিশের পুলিশ কমিশনার-সহ একাধিক এজেন্সির শীর্ষ কর্তারা উপস্থিত থাকবেন। ২০২৬-এর বিধানসভা ভোটকে সামনে রেখে রাজ্যে কী কী প্রস্তুতি নেওয়া হবে, জাতীয় নির্বাচন কমিশনের গাইডলাইন কী কী আছে তা নিয়ে আলোচনা করতে এই বৈঠক। সকাল সাড়ে ১১ টা থেকে শুরু হবে এই বৈঠক।
