TRENDING:

Mamata Banerjee: কৃষ্ণনগরে আজ মমতার জনসভা, জেলার উন্নয়নের বর্তমান অবস্থা নিয়ে প্রশাসনের শীর্ষ কর্তাদের বিশেষ নির্দেশিকা দিতে পারেন মুখ্যমন্ত্রী

Last Updated:

আজ নদিয়ার কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজের মাঠে দুপুর ১২টায় দলীয় জনসভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগে জেলার উন্নয়নের বর্তমান অবস্থা নিয়ে প্রশাসনের শীর্ষ কর্তাদের বিশেষ নির্দেশিকা দিতে পারেন মুখ্যমন্ত্রী।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নদিয়া: আজ, বৃহস্পতিবার নদিয়ার কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজের মাঠে দুপুর ১২টায় দলীয় জনসভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগে জেলার উন্নয়নের বর্তমান অবস্থা নিয়ে প্রশাসনের শীর্ষ কর্তাদের বিশেষ নির্দেশিকা দিতে পারেন মুখ্যমন্ত্রী। হাওড়ার ডুমুরজলা হেলিপ্যাড গ্রাউন্ড থেকে হেলিকপ্টারে কৃষ্ণনগর যাবেন মুখ্যমন্ত্রী।
কৃষ্ণনগরে বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীর জনসভা
কৃষ্ণনগরে বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীর জনসভা
advertisement

আরও পড়ুন– রাজ্যে শীতের আমেজে ভাটা পড়বে না, কুয়াশার সতর্কতা সর্বত্রই

কৃষ্ণনগর থেকেই আজ, বৃহস্পতিবার গ্রামে গ্রামে গ্রামীণ রাস্তার উদ্বোধন। পথশ্রী ৪ কর্মসূচির অধীনে গ্রামে গ্রামে ৯ হাজার কিলোমিটারেরও বেশি নয়া গ্রামীণ রাস্তার উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। কেএমডি-এর অধীনে ১১ হাজার কিলোমিটারেরও বেশি রাস্তার উদ্বোধন করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। একাধিক সরকারি পরিষেবা তুলে দেবেন মুখ্যমন্ত্রী। সরকারি পরিষেবা তুলে দেওয়ার পাশাপাশি আরেকটি মঞ্চে রাজনৈতিক সভাও করবেন মমতা বন্দ্যোপাধ্যায়।

advertisement

আরও পড়ুন– রাশিফল বৃশ্চিক, ২০২৬: দেখে নিন এই রাশির জাতক-জাতিকাদের কেমন যাবে ২০২৬ সাল, জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

সেরা ভিডিও

আরও দেখুন
আমঘাটা স্টেশন পরিদর্শনে রেলের ADRM, নবদ্বীপ ঘাট পর্যন্ত চালু হবে রেল পরিষেবা?
আরও দেখুন

এদিকে রাজ্যে বিধানসভার ভোট প্রস্তুতিতে বৈঠক হবে। আজ, বৃহস্পতিবার বৈঠক করবেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল। মোট ২৫টি এজেন্সিকে নিয়ে বৈঠক করবেন সিইও। রাজ্য পুলিশের ডিজি, কলকাতা পুলিশের পুলিশ কমিশনার-সহ একাধিক এজেন্সির শীর্ষ কর্তারা উপস্থিত থাকবেন। ২০২৬-এর বিধানসভা ভোটকে সামনে রেখে রাজ্যে কী কী প্রস্তুতি নেওয়া হবে, জাতীয় নির্বাচন কমিশনের গাইডলাইন কী কী আছে তা নিয়ে আলোচনা করতে এই বৈঠক। সকাল সাড়ে ১১ টা থেকে শুরু হবে এই বৈঠক।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Mamata Banerjee: কৃষ্ণনগরে আজ মমতার জনসভা, জেলার উন্নয়নের বর্তমান অবস্থা নিয়ে প্রশাসনের শীর্ষ কর্তাদের বিশেষ নির্দেশিকা দিতে পারেন মুখ্যমন্ত্রী
Open in App
হোম
খবর
ফটো
লোকাল