TRENDING:

Maa Durga's Ornament Theft: পুজো শেষ সামনেই ভাসান, সিসিটিভি খুলে নিতেই মা দুর্গার ৫ লক্ষ টাকার গয়না হাওয়া, কোন এলাকায় এই কান্ড

Last Updated:

Maa Durga's Jewellery Missing: এ কি কাণ্ড! বাপের বাড়ি থেকে ফেরার আগেই চুরি গেল উমার গহনা, চাঞ্চল্য ভাটপাড়ায়

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
উত্তর ২৪ পরগনা: এ কি কাণ্ড! বাপের বাড়ি থেকে ফেরার আগেই অর্থাৎ বিসর্জনের আগেই চুরি গেল ভাটপাড়ায় দুর্গামূর্তির গয়না৷ ঘটনায় চাঞ্চল্য ছড়াল এলাকায়। জানা গিয়েছে, ভাটপাড়া পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের সুটিয়া পাড়ার দুর্গা মূর্তির গলার গয়না, কোমরের বিছা ও হাতের বালা  বৃহস্পতিবার অর্থাৎ দশমীর রাতে উধাও হয়ে যায়। অভিযোগ, কয়েক লক্ষ টাকার গয়না চুরি হয়েছে।
প্রতিমা
প্রতিমা
advertisement

শুক্রবার সকালে মণ্ডপ কমিটির কর্মকর্তারা প্রতিমার গয়না নেই দেখে হতবাক হয়ে যান। এরপরই খবর যায় ভাটপাড়া থানায়। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে তদন্ত শুরু করেছে। স্থানীয়দের দাবি, মণ্ডপে সিসি ক্যামেরা লাগানো থাকলেও বিসর্জনের আগেই তা খুলে নেওয়া হয়েছিল। কেন আগেভাগে ক্যামেরা সরানো হল, তা নিয়েও প্রশ্ন তুলেছেন এলাকাবাসীরা।

আরও পড়ুন – Indian Railways: দেখাও তো দেখি তোমার আইডি! এবার আর ট্রেনের কামরায় নয়, যা ঘটনা ঘটল ইঞ্জিনে, কালকা-র মতো ট্রেনে তোলপাড়

advertisement

তাঁদের অভিযোগ, এই কারণে প্রমাণ মেলাও কঠিন হবে। স্থানীয় বাসিন্দারা জানান, প্রায় ৫ লক্ষ টাকার মূল্যের গয়না চুরি গিয়েছে। এভাবে দেবীর গা থেকে গয়না চুরি যাওয়ায় অভিযুক্তকে ধরে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানাচ্ছেন স্থানীয় মানুষজন। বিষয়টি নিয়ে ইতিমধ্যে রাজনৈতিক রঙও চড়েছে। এখন দেখার প্রশাসন এক্ষেত্রে অভিযুক্তকে ধরে চুরি যাওয়া গহনা উদ্ধার করতে পারে কিনা।

advertisement

View More

Rudranarayan Roy

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Maa Durga's Ornament Theft: পুজো শেষ সামনেই ভাসান, সিসিটিভি খুলে নিতেই মা দুর্গার ৫ লক্ষ টাকার গয়না হাওয়া, কোন এলাকায় এই কান্ড
Open in App
হোম
খবর
ফটো
লোকাল