গ্রামবাসীদের মত, তিনি নাকি নিয়মিত অভ্যাস মত লটারি কিনতেন,গঙ্গাজলঘাঁটির বিমান এজেন্সি নামে একটি লটারির দোকান থেকে প্রথম প্রাইজ পান নিতাই বাবু। বিমান এজেন্সি লটারির দোকানের মালিক অশোক সিংহ জানান, তার এই লটারি দোকানটি এলাকার প্রাচীন এবং বহু পরিচিত দোকান।
আরও পড়ুন: সাপ নাকি মাছ? ছিপে উঠল বিরাট সাপের মতো দেখতে মাছ! দারুণ ভাল স্বাস্থ্যের জন্য
advertisement
যদিও লটারি জেতার পর হদিস পাওয়া যাচ্ছে না নিতাই দাসের। লটারিতে ১ কোটি টাকা জেতার আনন্দে তিনি কোথায় গেলেন থেকে যাচ্ছে প্রশ্ন! মাঝে মধ্যেই লটারির জেতার খবর দেখা যায়, এবং শোনা যায় ভাগ্য বদলের গল্প। এই সেইরকমই একটি গল্প। লটারির নেশাই নিতাই বাবুর জীবনের মোড় ঘুরিয়ে দিল। লটারি জেতার ঘটনা জানতে পারার পর এলাকায় ছড়িয়েছে চাঞ্চল্য। ধুম পড়েছে লটারি কেনার। ভিড় জমেছে লটারি দোকানের সামনে।
নীলাঞ্জন ব্যানার্জী