TRENDING:

Local News: মেয়ের দুধ কেনার টাকায় মদ্যপান বাবার! জানতে পেরে পুলিশ এই শাস্তি দিল...

Last Updated:

মেয়ের খাবার না কিনে সেই টাকা দিয়ে মদ্যপান করে কান্দির জীবন্তি এলাকায় ঘুরছিলেন বাপন ঠাকুর

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুর্শিদাবাদ: বাড়ি থেকে ২০০ টাকা নিয়ে বেরিয়েছিলেন। ওই টাকা দিয়ে মেয়ের জন্য দুধ, হরলিক্স ও ফল কেনার কথা ছিল। কিন্তু মদ্যপ বাবার তখন যে নেশার টান পেয়েছে। তাই মেয়ের দুধ-হরলিক্স না কিনে সেই টাকায় খেয়ে নেন মদ। এমনই অবিবেচকের মত কাজ করে বসেন পেশায় গাড়ির চালক বাপন ঠাকুর। তারপর যা হল সে এক কাণ্ড বটে। দেখুন কী ঘটল!
advertisement

আরও পড়ুন: ওজনে কম দিলে বেরোবে না বিল, রেশন দোকানে নয়া যন্ত্র! কীভাবে কাজ করবে দেখুন

মেয়ের খাবার না কিনে সেই টাকা দিয়ে মদ্যপান করে কান্দির জীবন্তি এলাকায় ঘুরছিলেন বাপন ঠাকুর। কান্দি থানার আইসি মৃণাল সিনহা রাস্তা দিয়ে যাওয়ার সময়ে বিষয়টি লক্ষ্য করেন। কারণ তাঁর গাড়ির সামনে এসে দুর্ঘটনার সম্মুখীন হন বাপন। এরপর তাঁকে তড়িঘড়ি নিয়ে আসা হয় কান্দি থানায়। সেখানে দিনভর বসিয়ে রাখা হয়। ওই মদ্যপ বাবার থেকে মেয়ের খাবার না কিনতে পারার কথা জানতে পেরে কান্দি থানার আইসি মৃণাল সিনহা তাঁর হাতে সন্তানের জন্য হরলিক্স ও ফল তুলে দেন।

advertisement

আরও খবর পড়তে ফলো করুন

View More

https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

কান্দির লাহাড়পাড়া এলাকার বাসিন্দা বাপন ঠাকুর। পরিবারে স্ত্রী ও মেয়ে আছে। সে অষ্টম শ্রেণির ছাত্রী। এদিকে বাপন ঠাকুর নিত্যদিন মদ্যপান করে বাড়ি ফিরে অশান্তি করেন বলে অভিযোগ। তাঁর নেশার কারণে মেয়ে পর্যন্ত ঠিক করে খেতে পায় না। তা জানতে পেরে কান্দি থানার পুলিশ কর্তাদের মন খারাপ হয়ে যায়। এরপরই বাপন ঠাকুরের হাতে তাঁরা মেয়ের জন্য খাবার তুলে দেন। পাশাপাশি পুলিশ তাঁকে দিয়ে অঙ্গীকার করিয়ে নেয় যে আর কোন‌ওদিন মদ্যপান করবেন না।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

কৌশিক অধিকারী

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Local News: মেয়ের দুধ কেনার টাকায় মদ্যপান বাবার! জানতে পেরে পুলিশ এই শাস্তি দিল...
Open in App
হোম
খবর
ফটো
লোকাল