তেমনই এক ঘটনা ঘটেছে বারাসত নবপল্লীর পিজি বাগান এলাকায়। বিদ্যুৎ সংযোগ নেই বলে স্থানীয় এক বিদ্যুৎকর্মী কোনওরকম নিরাপত্তা ছাড়াই এদিন লাইটপোস্টে উঠে পড়েন লাইন ঠিক করতে। বেলা এগারোটা নাগাদ সেই লাইট পোস্টে কাজ করতে উঠেছিলেন অমল দাস নামে ওই কর্মী। তখনই হঠাৎ হাত ফসকে ছিটকে পড়েন তিনি। মাটিতে পড়ার পর গুরুতর ভাবে আহত হন। সঙ্গে সঙ্গে তাঁকে নিয়ে যাওয়া হয় বারাসত হাসপাতালে। কিন্তু হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। অনেকেই বলছেন, যথেষ্ট নিরাপত্তা ছিল না ওই বিদ্যুৎকর্মীর। লাইটপোস্টে উঠে তাঁর কাজ করাই উচিত হয়নি। কার কথায়, কিসের ভিত্তিতে এই ভাবে লাইট পোস্টে উঠে তিনি কাজ করছিলেন? তা এখনও জানা যায়নি। পুলিশ আপাতত দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।
advertisement
রাজর্ষি রায়
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 25, 2020 5:43 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
স্থানীয় বিদ্যুৎকর্মীকে দিয়ে আমফানে ক্ষতিগ্রস্থ লাইন সারাতে গিয়ে দুর্ঘটনা, মৃত্যু বিদ্যুৎকর্মীর