দু'দিন আগেই হিন্দিভাষী সমাজের নামে খোকন দাসকে প্রার্থী হিসেবে চেয়ে ফেস্টুন, পোস্টারে ছেয়ে দেওয়া হয়েছিল বর্ধমান শহরের বিভিন্ন এলাকা। তা নিয়ে তোলপাড়ের মাঝেই এবার একই আবেদন দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়ায়। এই ঘটনায় অস্বস্তিতে বর্ধমান পুরসভার প্রাক্তন কাউন্সিলর খোকন দাস নিজেও। তিনি বলেন,কে বা কারা এই ধরনের ব্যানার-পোস্টার দিচ্ছে বা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিচ্ছে তা আমার জানা নেই। তবে আমার অনুগামীদের কেউ এই ঘটনার সঙ্গে যুক্ত নয়। নেত্রী নির্ভর দল আমাদের। দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী তালিকা ঘোষণা করবেন। যিনিই প্রার্থী হোন না কেন তাঁর সমর্থনে আমরা কর্মীরা সকলেই ঝাঁপিয়ে পড়ব।
advertisement
বর্ধমান দক্ষিণ কেন্দ্রের দুবারের বিধায়ক রবিরঞ্জন চট্টোপাধ্যায়। তিনি আর প্রতিদ্বন্দিতা করবেন না বলে কয়েকদিন আগেই দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়ে জানিয়ে দিয়েছেন। তার আগে থেকেই এই কেন্দ্রে প্রার্থী হওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন অনেক নেতাই। কে প্রার্থী হচ্ছেন তা নিয়ে দলের কর্মী নেতাদের মধ্যে জল্পনার শেষ নেই। তার মধ্যেই খোকন দাসকে প্রার্থী হিসেবে চেয়ে ব্যানার পোস্টারে শহরে শোরগোল পড়ে গিয়েছে।
বর্ধমান পুরসভার প্রাক্তন কাউন্সিলর তথা জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক খোকন দাসকে প্রার্থী চেয়ে ফেস্টুন টাঙানোর বিষয়ে জেলা তৃণমূলের মুখপাত্র প্রসেনজিৎ দাস বলেন, কারও ভাল লাগা থেকে কেউ পোস্টার, ফেস্টুন দিতেই পারে। কিন্তু আমাদের দলে ওইভাবে কেউ প্রার্থী হয় না। প্রার্থী ঠিক করেন আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেলা বিজেপির সাধারন সম্পাদক শ্যামল রায় কটাক্ষ করে বলেন, এটাই তৃণমূলের সংস্কৃতি। তাদের নেত্রী যেমন মঞ্চে দাড়িয়ে প্রার্থী ঘোষণা করেন ,তেমনই কর্মীরা বিধানসভার প্রার্থী ঘোষনা করছেন। তৃণমূলে দলের থেকে ব্যক্তি বড়। এসব ঘটনা তা প্রমাণ করছে।