TRENDING:

Kunal Ghosh: আগে প্রায়শ্চিত্ত করুন! এবার কুণালের নিশানায় অর্জুন, মাথাব্যথা বাড়ছে তৃণমূলের

Last Updated:

কয়েকদিন আগেই অর্জুন সিং এবং সোমনাথ শ্যামের কাজিয়া মেটাতে নৈহাটিতে গিয়েছিলেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
রামনগর: বুধবারই দলীয় নেতাদের পরস্পর বিরোধী মন্তব্য না করার আর্জি জানিয়েছিলেন কলকাতার মেয়র এবং রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম৷ সেই তৃণমূলের অন্যতম সিনিয়র নেতার আবেদনে কতটা কাজ হবে, তা নিয়ে সংশয় থাকছেই৷ কারণ বুধবারই পূর্ব মেদিনীপুরে দলের একটি কর্মিসভায় যোগ দিয়ে ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং-কে প্রকাশ্যেই কটাক্ষ করলেন দলের মুখপাত্র কুণাল ঘোষ৷ এমন কি, বিজেপি-তে যোগদানের জন্য অর্জুনকে আগে প্রায়শ্চিত্ত করারও পরামর্শ দিয়েছেন তিনি৷
কুণালের নিশানায় এবার অর্জুন৷
কুণালের নিশানায় এবার অর্জুন৷
advertisement

গত বেশ কিছুদিন ধরেই জগদ্দলের তৃণমূল সাংসদ সোমনাথ শ্যামের সঙ্গে সংঘাত চলছে ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং-এর৷ এমন কি, দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সির হস্তক্ষেপেও সেই জটিলতা কাটেনি৷ অর্জুন সিংয়ের বিরুদ্ধে একের পর এক চাঞ্চল্যকর অভিযোগ এনেছেন সোমনাথ শ্যাম৷ তাঁর বিজেপি-তে যোগদান নিয়েও কটাক্ষ করেছেন তিনি৷ বুধবার কার্যত সোমনাথ শ্যামের পাশে দাঁড়িয়েই অর্জুনকে আক্রমণ করেছেন কুণাল ঘোষ৷

advertisement

আরও পড়ুন: কীভাবে কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে ইডি? সব নজর জোকা ইএসআই-তে

কুণাল ঘোষ বলেন, ভোটের আগে দল ছেড়েছিলেন। এখন আবার দলে এসেছেন। বেশি কথা না বলে আগে প্রায়চিত্ত করুন। দলের ব্যাপারটা দলকে বুঝতে দিন।”

কয়েকদিন আগেই অর্জুন সিং এবং সোমনাথ শ্যামের কাজিয়া মেটাতে নৈহাটিতে গিয়েছিলেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি৷ কিন্তু সেই বৈঠকে আসেননি সোমনাথ শ্যাম৷ বুধবার আবার সোমনাথ শ্যামের নাম না করেই জগদ্দলের বিধায়কের নিরাপত্তা প্রত্যাহারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে আর্জি জানিয়েছেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

তবে শুধু অর্জুন সিং- সোমনাথ শ্যামের কাজিয়া অথবা কুণাল ঘোষের অর্জুনকে কটাক্ষ নয়, দলীয় নেতাদের মধ্যেই বিভিন্ন কারণে এমন প্রকাশ্য বিরোধ ক্রমশই তৃণমূলের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়াচ্ছে৷ বুধবারও যেমন দলের প্রবীণ সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়কে ফের একবার তীব্র কটাক্ষ করেছেন দলের বিধায়ক তাপস রায়৷

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Kunal Ghosh: আগে প্রায়শ্চিত্ত করুন! এবার কুণালের নিশানায় অর্জুন, মাথাব্যথা বাড়ছে তৃণমূলের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল