TRENDING:

মাত্রাছাড়া শব্দদূষণ গঙ্গার দু’পাড়েই, শব্দদূষণে জব্দ কলকাতা-হাওড়া

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#হাওড়া: ডিজে বক্স-সহ সব ধরনের সাউন্ড সিস্টেমের যথেচ্ছ ব্যবহার নিয়ন্ত্রণ করতে হবে। মাইকে বাধ্যতামূলক করতে হবে সাউন্ড লিমিটার। গাড়ির হর্ন, জেনারেটরের আওয়াজেও রাশ টানার ব্যবস্থা করতে হবে। কলকাতা ও হাওড়ায় শব্দদূষণ মোকাবিলায় একগুচ্ছ নির্দেশিকা জারি করেছে জাতীয় পরিবেশ আদালত।
advertisement

শুধু বায়ুদূষণ নয়। কলকাতা ও হাওড়ার মতো শহরে মাত্রাছাড়া শব্দদূষণও। গঙ্গার দু’পারের দুই শহরের শব্দদানব হার মানাবে দিল্লিকেও। অথচ শব্দকে পুরোপুরি জব্দ করতে পারেনি রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ। এই পরিস্থিতিতে রাজধানীর ধাঁচে কলকাতা-হাওড়ায় শব্দদূষণ মোকাবিলায়, একাধিক নির্দেশিকা জারি করে জাতীয় পরিবেশ আদালত। পরিবেশকর্মী সুভাষ দত্তের করা মামলার প্রেক্ষিতে , তেরোই নভেম্বর নির্দেশিকা জারি করে বিচারপতি এস পি ওয়াংডির বেঞ্চ।

advertisement

- শব্দ দূষণ নিয়ে অভিযোগ জানাতে একটি নির্দিষ্ট ওয়েবসাইট তৈরি করতে হবে

- ওয়েবসাইটে শব্দ দূষণ রুখতে চলবে প্রচারও

- চালু করতে হবে ২৪ ঘণ্টার হেল্পলাইন

- ফোন কল, এসএমএস, ই-মেলের মাধ্যমে শব্দ দূষণ সংক্রান্ত অভিযোগ জানানোর ব্যবস্থা রাখতে হবে

ধর্মীয় অনুষ্ঠান হোক বা রাজনৈতিক কর্মসূচি। তারস্বরে ডিজে বক্স বাজানো এখন যেন ফ্যাশনে পরিণত হয়েছে। নো-হর্ন জোনে জোরে জোরে হর্ন বাজানোও রোজকারের সমস্যা। শব্দদূষণ রুখতে এর গোড়াতেই সমাধান খুঁজছে পরিবেশ আদালত।

advertisement

- পাবলিক অ্যাড্রেস সাউন্ড সিস্টেম, হর্ন, জেনারেটর -সহ বিভিন্ন শব্দের উৎস চিহ্নিত করে তা নিয়ন্ত্রণ করতে হবে

- পাবলিক অ্যাড্রেস সাউন্ড সিস্টেমে বাধ্যতামূলক করতে হবে সাউন্ড লিমিটার

- শব্দ দূষণ রুখতে নেওয়া পদক্ষেপ জানিয়ে রিপোর্ট দেবে দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ

- ৩ মাস অন্তর গ্রিন ট্রাইবুনালকে রিপোর্ট দেবে দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দিঘা যাওয়ার পথে নেগুয়া গ্রাম! এখানেই রয়েছে বঙ্কিমচন্দ্রের রহস্যময় ইতিহাস, জানুন
আরও দেখুন

শব্দদূষণ সক্রান্ত বিভিন্ন অভিযোগ, নজরদারি ও প্রয়োজনীয় পদক্ষেপের জন্য ডেপুটি কমিশনার বা এসপি পদমর্যাদার একজন আইপিএস অফিসার নিয়োগ করতে হবে। আইপিএস মনোনীত করার দায়িত্বে থাকবেন মুখ্যসচিব ও রাজ্য পুলিশের ডিজি। তাঁর মনোনীত আইপিএস অফিসার প্রতি সপ্তাহে শব্দ দূষণ পরিস্থিতি পর্যালোচনা করে ব্যবস্থা নেবেন।

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
মাত্রাছাড়া শব্দদূষণ গঙ্গার দু’পাড়েই, শব্দদূষণে জব্দ কলকাতা-হাওড়া